ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত ৭ কলেজ এর ডিগ্রি ২য় বর্ষ রেজাল্ট প্রকাশ। আপনি যদি ডিগ্রী পাস ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। তাহলে আপনার রেজাল্ট এখানেই চেক করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজ হতে, ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী একই ওয়েবসাইট থেকে ফলাফল/ রেজাল্ট চেক করতে পারবেন।

তো আপনি যদি ঢাবি অন্তর্ভুক্ত সাত কলেজের শেখাতে হয়ে থাকেন। তাহলে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ আমাদের এই আর্টিকেল থেকেই চেক করতে পারবেন।
আমরা এখানে ৭ কলেজের ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব।
ঢাবি’র ৭ কলেজের নাম
- ঢাকা কলেজ।
- ইডেন মহিলা কলেজ।
- বেগম বদরুন্নীসা সরকারি মহিলা কলেজ।
- কবি নজরুল সরকারি কলেজ।
- শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ।
- সরকারি বাঙলা কলেজ।
- সরকারি তিতুমীর কলেজ।
- ডিগ্রী ২য় বর্ষের রেজাল্ট দেখার জন্য result.7college এ লিংকে ক্লিক করতে হবে।
- তারপরে Select Program অপশনে ক্লিক করে, Degree সিলেক্ট করবেন।
- তারপরে, Select Year অপনে ক্লিক করে, Second Year সিলেক্ট করবেন।
- তারপরে, Select Exam অপশনে ক্লিক করে, কত সনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই সন সিলেক্ট করে দিবেন।
- তারপরে, Registration এখানে আপনার এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন
- এরপরে, Exam Roll এখানে আপনার এডমিট কার্ডে থাকা রোল নাম্বার টাইপ করবেন।
- সব শেষে, Search বাটনে ক্লিক করে, আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন।

আপনি যদি সবার আগে সাত কলেজের ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট চেক করতে চান। তবে, উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনারা সহজেই রেজাল্ট জেনে নিতে পারবেন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে সাত কলেজের যাবতীয় আপডেট নোটিশ করতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।