৪৩ তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ২০২০। ৪৩ তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। বিসিএস এর পুরো অর্থ- হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস।
আর বিসিএস পরীক্ষা হচ্ছে এই সিভিল সার্ভিসের চাকরি নেয়ার জন্য যে পরীক্ষা দেওয়া হয় সেইটা।অবশেষে অনেক প্রতীক্ষা পর প্রকাশিত হলো বহুল প্রত্যাশিত ৪৩ তম বিসিএস পরীক্ষা নিয়োগ। এই ৪৩ তম বিসিএস নিয়োগ পরীক্ষায় ১,৮১৪ জন পদের বিশাল নিয়োগ দেওয়া হবে। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে আজই আবেদন করুন।
সিভিল সার্ভিস চাকরি মানেই বাংলাদেশের সরকারী চাকুরি। প্রকৃত পক্ষে যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি ০২ (দুই) ভাগে বিভক্ত। মিলিটারি আর সিভিল। মিলিটারি বলতে সেনাবাহিনী (আর্মি), নৌবাহিনী (নেভি), বিমান বাহিনী (এয়ারফোর্স) বোঝায়। আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স, পররাষ্ট্র, কাস্টমস, অডিট, শিক্ষা ইত্যাদি সার্ভিসকে বোঝায়। আপনি যদি সরকারি, বেসরকারি ও এনজিও সকল নতুন চাকরির খবর সম্পর্কিত তথ্য পেতে চান তবে আপনি আমাদের ওয়েবসাইট www.eduandjobs.com ভিজিট করতে পারেন ।
এখানে সকল প্রকার সরকারী চাকরির খবর, বেসরকারী চাকরি খবর এবং নিয়োগ পরিক্ষা সংক্রান্ত তথ্য পেতে পারেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ এই একই পেজে পাবেন। সাথেই থাকুন।
৪৩ তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য ২০২০
আবেদন শুরুর তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২০ (সকাল ১০.০০টা)।
আবেদনের শেষ তারখঃ ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ০৩ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ।
বিসিএস ক্যাডার মূলত দুই প্রকারঃ যথা-
১. জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি)
২. টেকনিকাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।
বিসিএস ক্যাডার এর পদ বিশ্লেষণঃ
(মোট পদ- ১,৮১৪ টি)
সাধারন ক্যাডার- ৫৫০ জন ।
পররাষ্ট্র ক্যাডার- ২৫ টি, প্রশাসন ক্যাডার- ৩০০ টি, পুলিশ ক্যাডার- ১০০ টি, কাস্টমস ক্যাডার- ১৪ টি, কর ক্যাডার- ১৯ টি, অডিট ক্যাডার- ৩৫টি, সমবায় ক্যাডার- ১৯ টি, তথ্য ক্যাডার- ২২ টি, ডাক ক্যাডার- ০৩ টি, পরিবার পরিকল্পনা- ০৫ টি, খাদ্য ক্যাডার ০৩ টি, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্য – ০৩ টি।
প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার – ৩১০ জন ।
বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ ক্যাডার – ৮৮৩ জন ।
বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ক্যাডার – ১২ জন।
বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার- ৯৯ জন।
বিস্তারিত জনতে নিচের অফিসিয়াল ফাইলে দেখুন….
৪৩ তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ ডাউনলোড করুন
অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি
১. প্রার্থীকে Teletalk BD Ltd-এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Website Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
২. উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ৪৩তম বিসিএস-এর Advertisement, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং Cadre Option- এর ভিত্তিতে তৈরীকৃত ৩-ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (BPSC Form-1) এর রেডিও বাটন দৃশ্যমান হবে। Advertisement এর রেডিও বাটন ক্লিক করলে ৪৩ তম বিসিএস এর বিজ্ঞাপন পাওয়া যাবে।
৩. ক্যাডার চয়েস- এর উপর ভিত্তি করে Application Form (BPSC Form-1)- এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমনঃ
৪. প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application Form এর রেডিও বাটন ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র (BPSC Form-1) দৃশ্যমান হবে। অনুরূপ ভাবে General and Technical / Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে both cadre এর জন্য নির্ধারিত ৩য় রেডিও বাটনটি ক্লিক করলে নির্ধারিত both cadre এর জন্য BPSC Form-1 দৃশ্যমান হবে। কাঙ্খিত BPSC Form-1 দৃশ্যমান হলে ফরমের প্রতিটি অংশ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। BPSC Form-1-এর ৩টি অংশ রয়েছে: Part-1 Personal Information, Part-2 Educational Qualification, Part-3 Cadre Option. BPSC Form-1 পূরণ সংক্রান্ত নির্দেশাবলি অংশের বিস্তারিত নির্দেশনা এবং BPSC Form-1 এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য / নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
সবার আগে নতুন চাকরির খবর পেতে এই পেজটি ভিজিট করুন….
পরিশেষেঃ এই পেজে পাবেন সরকারী বেসরাকারী চাকরির খবর এবং আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, রুটিন, ফরম ফিলাপ, ভর্তি বিজ্ঞপ্তি ও সকল নোটিশ প্রকাশ করা হয়ে থাকে। আপনার প্রয়োজনীয় তথ্য পেতে এই পেজে দিনে একবার হলেও ঘুরে যাবেন। আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে নিচের মন্তব্য বক্সে এ জানাতে পারেন। ধন্যবাদ…..