২০২২ সালের বি এড (অনার্স) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরন

এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বি এড অনার্স পাঠদানকারী কলেজ/প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২২ সালের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরনের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইন এ সম্পন্ন হবে। 
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরিক্ষায় অংশগ্রহণকার পরীক্ষার্থীদের আবেদনফরম, বিবরণী ফরম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলোঃ
১। শিক্ষার্থী ডাটা এন্ট্রি,  নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখঃ
ক) শিক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখঃ ২৭/০৮/২০১৯ হতে ০৯/০৯/২০১৯
খ) কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি/ফরমপূরণ নিশ্চয়ন করার শেষ তারিখঃ ১১/০৯/২০১৯
গ) কলেজ কর্তৃক ফরমপূরণের ফি এর টাকা ‘সোনালী সেবা’ এর মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়ার তারিখঃ ১৫/০৯/২০১৯
ঘ) ফরম পূরণকৃত পরীক্ষার্থী আবেদন ফরম, অনলাইন বিবরণী, সোনালী সেবায় জমাকৃত ফি জমাদানের রশিদের কপি ও অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ ঃ ১৬/০৯/২০১৯
২। ২০২২ সালের বিএড অনার্স কোর্স পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী) ঃ

ক) পরীক্ষার ফি (জনপ্রতি) ঃ ২০০০/- টাকা।
খ) মানউন্নয়ন (প্রতি পত্র) ঃ ৩০০/- টাকা।
গ) বিশেষ অধিভুক্ত ফি (মানউন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) ৪০০/- টাকা।
ঘ) কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবেনা) ঃ ৫০০/- টাকা।

৩। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেঃ
ক) পূর্বে প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোন পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবে না।
খ) ২০১৮ সালের পরীক্ষায় “সি” গ্রেড “ডি” গ্রেড এবং “এফ” গ্রেড পরীক্ষার্থীদের একবার পরবর্তী নিয়মিত শিক্ষাবর্ষের সাথে মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে অনুপস্থিত (এনএ) বা অকৃতকার্য (এফ গ্রেড প্রাপ্ত) পরীক্ষার্থীরা সর্বোচ্চ ০২ বার পরীক্ষা দিতে পারবে।

৪। পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচীঃ

*** জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত বিএড (অনার্স) কোর্সের সংশোধিত রেজুলেশন এবং পাঠ্যসূচী অনুযায়ী উপরিউক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫। সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের ২৫% দ্বারা পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহী করবে। অবশিষ্ট ৭৫% অর্থ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষার পূর্বেই জমা দিতে হবে। যা দ্বারা কেন্দ্রের যাবতীয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র ও আনুষাঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ েইত্যাদি) ব্যয় নির্বাহ করতে হবে।
পরীক্ষার সময়সূচী ও অন্যান্য যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.nu.ac.bd/ থেকে জানতে পারবেন। 
নিচে ইমেজ আকারে বিজ্ঞপ্তি দেওয়া হলোঃ


আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ। আমাদের পেজে আপডেট পেতে পেজের সাথেই থাকুন।

About TAREK JAMAN

Check Also

এমএস ওয়ার্ড এর কাজ

আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *