সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের অর্নাস ২য় বর্ষ পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরমপূরণ কার্যক্রম অনলাইন এ ৩১/০৭/২০১৯ ইং থেকে শুরু হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফরমপূরণ শেষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফরম নিশ্চয়ন করবে।
ফি জমাদানের তারিখ, আনষাঙ্গিক নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সুচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
০১। অনলাইন এর মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ঃ
* শিক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/honurs) এ গিয়ে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথ ভাবে পূরণ করে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত সময়ের মধ্যে ফিসহ স্ব-স্ব বিভাগে জমা দেবে।
ফরম পূরণের সময় নন-মেজর কোর্স নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল বিষয় কোড নির্বাচন করলে তা সংশোধন করা হবে না।
০২। পরীক্ষায় অংশগ্রহণের শর্তবলী ঃ
নিয়মিত
* জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্র-ছাত্রী যারা ২০১৮ সালের অর্নাস ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে তারা ২০১৯ সালের অর্নাস ২য় বর্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেজুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনিয়মিত
* ২০১৪-২০১৫, ২০১৫-২০১৬ এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অর্নাস ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ঐ সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে ২০১৯ সালের অর্নাস ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সযোগ পাবে।
Not Promoted শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাসকৃত তত্ত্বীয় কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০১৮ সালের অর্নাস ২য় বর্ষে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে “সি” বা “ডি” গ্রেড পেয়োছে শুধুমাত্র তারাই ২০১৯ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেয়ার সুযোগ পাবে এবং “এফ” গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে হবে।
০৩। ফি জমাদানের পদ্ধতি ঃ
* ২০১৯ সালের অর্নাস ২য় বর্ষ পরীক্ষার সকল পরীক্ষার্থীর ফি নির্ধারিত জমা ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) থেকে Services মেনুতে গিয়ে সোনালী সেবা পে-স্লিপ ক্লিক করুন। অতঃপর College Payment এ গিয়ে কলেজ কোড দিয়ে পে-প্লিপ ডাউনলোড করে “সোনালী সেবা” এর মাধ্যমে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
Pay Slip সংগ্রহের জন্য ০৯/০৯/২০১৯ ইং তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১/০৯/২০১৯ ইং তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত Link Active থাকবে।
নির্ধারিত সময়ের পুর্বে অর্থবা পরে Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। সোনালী সেবা ব্যতিত ব্যাংক-এ প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
০৪। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় তত্ত্বীয় পরীক্ষা শেষে যথাসময়ে পত্র মারফত জানানো হবে।
আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ।
আমাদের পেজে নতুন আপডেট পেতে নিচের লিংকে ক্লিক করুন। এখানে পাবেন সরকারী/বেসরকারী চাকুরীর খবর ও স্কুল/কলেজের সকল তথ্য ঃ