২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১/২০১২ ও ২০১২/২০১৩ শিক্ষাবর্ষের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ বিএ/বিএসএস/বিএসসি কোর্সের (বিশেষ)

পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট বিষয়ের পত্রকোড সমূহের ইনর্কোস নম্বর প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইন এর মাধ্যমে ০৩/১০/২০১৯ ইং তারিখ থেকে আরম্ভ হবে। 


এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো। উল্লেখ্য, ফরম পূরণের কার্যক্রম সমাপনের পর পরীক্ষার সময়সূচী জানানো হবে।

ফরম পূরণের জন্য নিচের বক্সে ক্লিক করুন…
http://www.nubd.info/honours/

১। আবেদন ফরম পূরণ, বিবরণী ফরম জমাদানের সময়সূচী/নিয়মাবলীঃ


(ক) আবেদকারী পরীক্ষার্থীদের অনলাইন এ আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমাঃ ০৩/১০/২০১৯ থেকে ৩১/১০/২০১৯ তারিখ পর্যন্ত।


(খ) আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখঃ ০৪/১১/২০১৯ ইং


(গ) Pay Slip সংগ্রহ বিস্তারিত ৮নং এ দ্রষ্টব্য ঃ ০৫/১১/২০১৯ থেকে ০৬/১১/২০১৯ তারিখ পর্যন্ত


(ঘ) উল্লেখিত তারিখে পূরণকৃত পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম হিসাব বিবরণী ফরম এবং প্রযোজ্য ক্ষেত্রে  ইনর্কোস নম্বরের মুল কপি ও প্রিন্ট কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ের/স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে জমাদানের শেষ তারিখঃ ০৭/১১/০১৯  ইং।

২। আবেদন ফরম পূরণের নির্ধারিত ফিঃ 


(ক) তত্ত্বীয় প্রতি পুর্ণ পত্রের জন্যঃ ২০০ টাকা।


(খ) তত্ত্বীয় প্রতি অর্ধ পত্রের জন্যঃ ১৪০ টাকা।


(গ) ব্যবহারিক প্রতি পত্র কোর্সের জন্যঃ ২০০ টাকা।


(ঘ) মৌখিক ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ২০০ টাকা।


(ঙ) ইনর্কোস পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ৩০০ টাকা।


(চ) বিশেষ অন্তর্ভূক্তি ফি গ্রেড উন্নয়নের জন্য প্রতি পত্র ফি, ব্যব/মৌখিক/অন্যান্য ফি ব্যতীত পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ৩০০ টাকা।


(ছ) সাময়িক সনদ ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ৩০০ টাকা।


(জ) নম্বর পত্র ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ৩০০ টাকা।


(ঝ) কেন্দ্র ফি তত্ত্বীয় প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ৪৫০ টাকা।


(ঞ) কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ১২০ টাকা।


(ট) মাঠকর্ম ফি প্রতি পরীক্ষার্থীর জন্য বিভাগীয় ফান্ডে জমা হবেঃ ১০০০ টাকা।


(ঠ) টার্ম পেপার ফি প্রতি পরীক্ষার্থীর জন্যঃ ২৫০ টাকা।

বিঃদ্রঃ নির্ধারিত সময়ের পরে জরিমানা দিয়ে ফরম পূরণের কোন সুযোগ থাকবে না।

যে সকল পরীক্ষার্থী ইতঃপূর্বে সনদ ও নম্বরপত্রের ফি প্রদান করেছে তাদের সনদ ও নম্বরপত্রের ফি প্রদান করতে হবে না।

৩। পরীক্ষায় অংশগ্রহণের  প্রয়োজনীয় শর্তাবলীঃ


(ক) ২০১১/২০১২ ও ২০১২/২০৩ শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল ছাত্র/ছাত্রী অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে তারা ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ঐ সকল কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।


(খ) ২০১১/২০১২ ও ২০১২/২০১৩ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উন্নিত হয়ে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে উন্নিত হয়েছে সে সকল পরীক্ষার্থী ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৪। আবেদন ফরম, বিবরণী ফরম ও ফি জমাদানের ফরম সংগ্রহঃ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম পূরণের আবেদন ফরম, সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা অনলাইন এ ডাটা নিশ্চয়ন করার পর বিষয়ওয়ারী পরীক্ষার্থীদের বিবরণী ফরম ও জমাদন ফরম সংগ্রহ/প্রিন্ট করা যাবে।

৫। অনলাইন এ আবেদন ফরম পূরণের পদ্ধতি পরীক্ষার্থীদর জন্যঃ


(ক) আবেদনকারীকে নিজে অথবা কলেজে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রবেশ করে নিজের রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসেইটের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের আবেদন করতে হবে। আবেদন ফরম পূণ প্রক্রিয়া সম্পন্ন হলে, অনলাইন থেকে একটি ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফরমটিতে পরীক্ষার্থীর বিষয় কোড এবং ফি উল্লেখ থাকবে। ফি সহ প্রিন্টকৃত কপি আবেদনকারীকে কলেরে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।


(খ) আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।

নিচে  বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া হলোঃ




ফরম পূরণের শেষ তারিখঃ ৩১/১০/২০১৯

ফরম পূরণ করুন এখানেঃ http://www.nubd.info/honours/


আমার পেজে পাবেন স্কুল/কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ ও আপডেট চাকুরীর সকল খবর।

About TAREK JAMAN

Check Also

এমএস ওয়ার্ড এর কাজ

আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *