সোনালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি [sonali bank ltd job circular 2021]


সােনালী ব্যাংক লিমিটেড ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের নাম : অফিসার (আইটি) এর ১৪ টি শূণ্য পদের প্রতিযােগিতা মূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা আবেদন করার জন্য সুযোগ পাবেন।

আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে উক্ত চাকরির আবেন পদ্ধতি, আবেদন শুরু ও শেষ তারিখ, নিয়োগ বিজ্ঞপ্তির অনুলিপি প্রদর্শন করা হলো।

এই পেজে সোনালী ব্যাংক লিঃ এর চাকরির খবর সহ আরো যাবতীয় নতুন নতুন চাকরির খবর প্রকাশ করা হয়। এছাড়া পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট সকল নোটিশ যেমনঃ ভর্তি বিজ্ঞপ্তি, ফরম পুরন নোটিশ, রুটিন, রেজাল্ট ইত্যাদি।



সোনালী ব্যাংক লিঃ চাকরির বিবরণ :

পদের নাম : অফিসার (আইটি)

পদ সংখা : ১৪ (চৌদ্দ) টি।

বেতন : ১৬০০০/- টাকা থেকে ৩৮৬৪০/- টাকা। 

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী।

প্রার্থীর বয়স : সর্বোচ্চ ৩০ বছর এর মধ্যে হতে হবে।

আবেদন শেষ তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২১ খ্রি :

বর্তমান দেশের যে, পরিস্থিতি সর্বাধিক লোকেরা সর্বদা ব্যাংকিং খাতে তাদের ক্যারিয়ার গড়ার চেষ্টা করে থাকেন। কারণ ব্যাংক চাকরি একটি জনপ্রিয় এবং সম্মানের চাকরি।

অতএব, আগ্রহী প্রার্থীদের চেক করা উচিত সোনালী ব্যাংক লিমিটেড এর পুরো নিয়োগের শর্তাবলী পড়তে হবে।

আবেদনপত্র ফি প্রদান ও tracking page সংগ্রহের শেষ সময় ও তারিখ ০১.০২.২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা।

আবেদন ফি এর পরিমাণ : পরীক্ষার ফি অফেরতযোগ্য টাকা ২০০/- (দুইশত টাকা মাত্র ) যা ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর payment gateway রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। 

প্রার্থী বিবরণ : প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এসএসসি অথবা সমমান সনদ যে ভাবে আছে আবেদনপত্র তে ঠিক সেভাবেই লিখতে হবে।

প্রার্থীর স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থী স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। 

অনলাইন আবেদনের উল্লেখিত প্রার্থী স্থায়ী ঠিকানা বর্ণিত পদের ক্ষেত্রে কোনোভাবে পরিবর্তন যোগ্য নয়।

তবে অবিবাহিতা মহিলা প্রার্থী গান আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামী স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

ছবি : নতুন আবেদনকারী ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এ নির্ধারিত স্থানে  600×600 পিক্সেল এর  কম বেশি নয় এবং ফাইল সাইজ 100kb এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা প্রার্থীর রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। 

ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং informal ছবি গ্রহণযোগ্য হবে না। 

স্বাক্ষর : নতুন আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর নির্ধারিত স্থানে 300×80 এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60kb এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। 

আপলোডকৃত স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে প্রদর্শন করতে হবে।

অর্জিত ডিগ্রী এর ফলাফলের তারিখ  : অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

বিদেশি ডিগ্রিধারী প্রার্থী : ও লেভেল, এ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট এবং বিদেশে বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রীপ্রাপ্ত হলে দেশে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রী ও ফলাফল এর শ্রেণীবিভাগ জিপি সিজিপিএ উল্লেখসহ তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং কোড অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। 

সিভি আইডি নং গ্রহণ : বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতোপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান  সিভি আইডি নং এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 

তাই আপনার আবেদন করার আগে যথাযথ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখুন।

তার পর ভেবে চিন্তে, আবেদন করুন। বাংলাদেশের সরকারী ব্যাংকের চাকরি পেতে যত তারা তারি পারেন দরখাস্ত করুন কারন এই চাকরিটি প্রতিযোগিতা মুলক ভাবে হবে।

যাই হোক, আপনি যদি আমাদের চাকরি বিজ্ঞপ্তি ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে থাকেন তবে, নিয়মিত ভাবে সরকারী, বেসরকারী, ডিফেন্স, ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন। www.eduandjobs.com চাকরীর সার্কুলার সংবাদ প্রকাশিত হয়েছে।

যার মধ্যে সরকারী চাকরীর বিজ্ঞপ্তি, বেসরকারী চাকরীর বিজ্ঞপ্তি, সকল চাকরির খবর, সমস্ত ব্যাংক চাকরীর বিজ্ঞপ্তি, এনজিও এবং বেসরকারী পরীক্ষার ফলাফল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, ক্যারিয়ার উন্নতি করার জন্য আমরা আপনাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছি।

আমরা বিশ্বাস করি যে, আমাদের প্রকাশের তথ্য চাকরি গুলো প্রার্থীদের ভাল কাজ খুঁজতে সহায়তা করছে।

আমাদের মূল লক্ষ্য বেকার মানুষকে সহায়তা করে এমন সকল আপডেট চাকরি প্রকাশের মাধ্যমে একটি বিশ্বাস যোগ্য চাকরীর সার্কুলার ওয়েবসাইটে পরিণত করা।

শুধু আমাদের সাথে যোগাযোগ করুন পাশাপাশি কমেন্ট করুন, নতুন চাকরির খবর পেতে এই পেজে প্রতিদিন দৃষ্টি রাখুন দিনে একবার হলেও।

আবেদন  পাঠানোর ঠিকানা :

https://erecruitment.bb.org.bd এই  ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।  

ডাউনলোড করুন সোনালী ব্যাংক নিয়োগ ২০২১

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *