সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি [Dgms Job Circular 2021]

 

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়), অধীনে ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট এর শূন্য পদে বেসামরিক জনবল নিয়োগ প্রদান করা হবে। সামরিক চিকিৎসা সার্ভিস মহা পরিদপ্তর এর ১৪ টি পদে মোট ৪৩ জনকে
 নিয়োগ দেওয়া হবে।

 

নিম্নোক্ত পদ গুলোতে মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আপনার আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন, সামরিক
চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে।
 


সামরিক
চিকিৎসা সার্ভিস মহা-পরিদপ্তর চাকরিতে
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি  ২০২১ নিচে বিস্তারিত দেওয়া হল।



আবেদন শুরুর  তারিখ : ০৫
জানুয়ারি ২০২১ খ্রি :
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি ২০২১ খ্রি :


১. পদের নাম : রিসার্চ এ্যাসিসটেন্ট
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

 

২. পদের নাম : কম্পিউটার মুদাক্ষরিক
পদ সংখ্যা : ০৫ (পাঁচ) টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে ২০ ২০।
বেতন স্কেল : ,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

 

৩. পদের নাম : এফ ডব্লিউ (ফ্যামিলি ওয়েলফেয়ার এ্যাসিসটেন্ট)
পদ সংখ্যা : ১২ (বারো) টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস অথবা সংশ্লিষ্ট পদে বৎসরের কর্ম অভিজ্ঞতাসহ এসএসসি পাস।
বেতন স্কেল : ,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

 

৪. পদের নাম : পেইন্টার
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস এবং (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ,৮০০ থেকে ২১,৩১০ টাকা।

 

৫. পদের নাম : ল্যাব পরিচালক
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান শাখায় এসএসসি পাস।
বেতন স্কেল : ,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।


৬. পদের নাম : অগ্নিনির্বাপক
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হইবে।
বেতন স্কেল : ,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।

৭. পদের নাম : ল্যাব বিয়ারার
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হইবে।
বেতন স্কেল : ,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।

 

৮. পদের নাম : পেকার
পদ সংখ্যা : ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল বা সাটিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হইবে।
বেতন স্কেল : ,৫০০ থেকে ২০,৫৭০ টাকা।

 

৯. পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০৭ (সাত) টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।

 

১০. পদের নাম : শ্রমিক
পদ সংখ্যা : ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।

 

১১. পদের নাম : আয়া
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।

 

১২. পদের নাম : মালী
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।

 

১৩. পদের নাম : মেসওয়েটার
পদ সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি  পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।


১৪. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা : ০৫ (পাঁচ)  টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল : ,২৫০ থেকে ২০,০১০ টাকা।


আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে
নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয় ভাবে অনুসরণীয় :

 

৩১
ডিসেম্বর ২০২০ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হবে হবে। তবে বীর
মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী
প্রার্থীর জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন
প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

 

সরকারী
চাকুরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরনের সময় Departmental
Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
মৌখিক পরীক্ষার সময় সরকারি চাকুরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত আপত্তি
পত্রের মূলকপি দাখিল করতে হবে।

 

সামরিক চিকিৎসা সার্ভিস মহা-পরিদপ্তরে
বিদ্যমান সরকারি বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি বিধান সংশোন হলে তা
অনুসরণ করা হবে।

 

সামরিক চিকিৎসা সার্ভিস মহা-পরিদপ্ত এর লিখিত ও
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের
সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।


*** পরীক্ষা সংক্রান্ত যাবতীয়
তথ্য www.mod.gov.bd
ওয়েবসাইটে পাওয়া যবে।

এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :

 

অনলাইনে
আবেদনপত্র Application Form যথাযথ ভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর
আপডেট করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview
দেখা যাবে। নির্ভূল ভাবে আবেদন পত্র সাবমিট কারী প্রার্থী একটি User ID, ছবি এবং
স্বাক্ষর যুক্ত একটি Applicant’s Copy পাবেন।

 

উক্ত
Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s
Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী
নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে……

 

০২
টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২/-
(একশত বারো) টাকা [পরীক্ষার ফি ১০০/- ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা]।

এবং
৪-১৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ৫৬/- টাকা [পরীক্ষার ফি বাবদ ৫০/- ও
টেলিটকের সার্ভিস চার্জ ৬/-) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।


বিশেষ ভাবে উল্লেখ্য যে,
অনলাইন এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত
অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


এসএমএস পাঠানোর নিয়ম :

 

প্রথম এসএমএস : DGMS<Space>User ID লিখে Send
করতে হবে 16222 নম্বরে।


দ্বিতীয় এসএমএস : DGMS<Space>Yes<Space>PIN
লিখে Send করতে হবে 16222 নম্বরে।


ফিরতি এসএমএস এ
পাসওয়াড পাবেন। এই পাসওয়াড টি Admit Card (প্রবেশপত্র) Download এর জন্য প্রার্থী
সংরক্ষণ করবেন।


প্রার্থীর যোগ্যতা যাচাই :

 

প্রার্থী
কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে
কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ।ট  প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার
বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত
হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমাত কর্তৃপক্ষ
সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির
একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

 

আমাদের ওয়েবসাইট
:

www.eduandjobs.com এখানে পাবেন আপডেট
সকল তথ্য, এই পেজে আসার জন্য আপনাকে স্বাগতম। আামাদের পেজের বৈশিষ্ট : এই পেজে সকল
সরকারী, বেসরকারী চাকরির খবর, এনজিও, ডিফেন্স, ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এবং জাতীয়
বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট যেমন : ভর্তি বিজ্ঞপ্তি, ফরম পূরণ নোটিশ, স্কুল, কলেজ,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট, স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল রুটিন
ইত্যাদি প্রকাশ করা হয় তাই এই পেজের সাথেই থাকুন। আর নতুন নতুন সকল তথ্যবহুল খবর
জানতে এই পেজে দিনে একবার হলেও ঘুরে যাবেন, ধন্যবাদ সকল ভিজির্টরগণ।


বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন…

 

আবেদন
পাঠানোর ঠিকানা :
অনলাইনে http://dgms.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।


ডাউনলোড করুন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন চাকরির আপডেট পেতে পেজটি ভিটিজ করুন….

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *