শিক্ষা বৃত্তির অনুদান সহায়তা ২০২৩ | আবেদন করুন এখানে

আমার সরকার সাইটে বাংলাদেশের ক্লাস ষষ্ঠ শ্রেণি থেকে শুরু সকল ছাত্র ছাত্রীরা অনলাইনে আবেদন করে সরকারি ভাবে ১০,০০০/- টাকা শিক্ষা সহায়তা গ্রহণ করতে পারবেন।

আবেদন শেষ তারিখ : 

আবেদন করার জন্য যা লাগবে

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র লাগবে।

নিজস্ব  জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বর লাগবে।

পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।

ই-মেইল ঠিকানা।

যে নম্বরে মোবাইল ব্যাংকিং করা আছে যেমন নগদ সেই নম্বর লাগবে।

আবেদন ফরম পূরণের নিয়ম

আবেদন ফরমের লাল * চিহ্নিত ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে। অন্যান্য ঘর গুলো পূরণ না করলেও চলবে।

আবেদন করার পদ্ধতি




উপরের লিংকে প্রবেশ করে নিবন্ধন অপশনে ক্লিক করে  মোবাইল নম্বর ও ইংরেজিতে পূর্ণ নাম দিয়ে নিবন্ধন সম্পূর্ন করুন।

তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন  অনলাইন নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী স্টেপে যান।

ভাতা/অনুদান সহয়তা অপশনে ক্লিক করে ৩৮ নম্বর শিক্ষার্থীদের আর্থিক অনুদান অপশনে ক্লিক করুন।

তারপরের স্টেপে আপনার সকল তথ্য ও প্রত্যয়ন পত্র আপলোড করে আবেদন পত্র সম্পুর্ণ করুন।

আবেদন প্রেরণের পর আবেদনপত্র প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখুন।

আবেদন দাখিল করার পর প্রতিটি আবেদনের জন্য একটা ট্রাকিং নম্বর প্রদান করা হবে। আপনার প্রোফাইল ট্রাকিং নম্বর চলে আসলে বুঝবেন আপনার আবেদনের কাজ শেষ।

https://eksheba.gov.bd 

যারা এখনো আবেদন করতে পারেননি। তারা এখনি আবেদন করুন ধন্যবাদ।