ইন্টারনেট জগতে অনলাইনে কাজ খুঁজছেন? মোবাইলে অনলাইন আয় করার জন্য মানুষ অনেক চেষ্টা করছেন দিনের পর দিন।
অনলাইন কাজের সহজ উপায় বলতে গুগল অনলাইনের কাজ
ঘরে বসে লিখে আমরা ইন্টারনেটে অনেক কিছু সার্চ করি।
সে গুলো কোন পণ্য/দ্রব্য হতে পারে বা কোন কাজের বিষয় হতে পারে।
এমন ভাবে কাজ করতে হবে যা সবার কাছে অনেকটা নতুন মনে হয়।
আর যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা মানুষ দেখে যাতে শিখে পারে, দেখে খুব খুশি হয়।
তার মধ্যে কিছু কাজ আছে যে গুলো সহজে টাকা আয় করা যায়।
বর্তমানে মোবাইলে অনলাইনের কাজ ঘরে বসে অনেক টাকা আয় করছে অনেক মানুষ।
যদি আপনারা মন দিয়ে কোন কাজ করে থাকেন অবশ্যই তার সঠিক ফলাফল পাবেন।
এই কথা যদি মাথায় রাখে কাজ করে তাহলে, সেই টাকা আয় করতে পারবে।
যার মধ্যে কিছু সহজ উপায় রয়েছে যেগুলো Online income on mobile আপনার ঘরে বসে অতি সহজে আয় করতে পারবেন।
বাড়িতে
অনলাইনে টিউশন
করে টাকা আয় করা।
টুইটার, ফেসবুক গ্রুপে পণ্য সেল করে টাকা
আয় করা।
এইসব কাজ করা খুব সহজ উপায় মোবাইল
অনলাইনের সাহায্যে।
মোবাইলে অনলাইন আয়ের শিরোনামঃ
০১. মোবাইলে টাকা/ডলার আয় করার সহজ উপায় ওয়েবসাইট (ব্লগার)
০৩. মোবাইলে টাকা আয় করার ওয়েবসাইট তৈরির উপায়
০৪. অনলাইনে কাজের আরো অনেক রূপ
০৫. মোবাইলে অনলাইন আয় করার সহজ উপায় নিচে দেওয়া হলো
০৬. অনলাইন আয় মোবাইল দিয়ে ২০২৩
০৭. মোবাইলে অনলাইন ইনকাম অ্যাপ
০৮. মোবাইলে ফ্রি টাকা ইনকাম
০৯. পরিশেষ আলোচনা
মোবাইলে
টাকা/ডলার আয় করার সহজ উপায় ওয়েবসাইট (ব্লগার)
মোবাইলে
টাকা ইনকাম
করার ওয়েবসাইট অনেক
গুলো রয়েছে।
যদি Online income on mobile থেকে আপনারা গুগল কোম্পানির ব্লগার থেকে আয় করতে চান তাহলে আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে।
সেখানে
চাকরির খবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ, ব্যাংক চাকরি ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের
তথ্য পোষ্ট
করেন
তাহলে আপনি
প্রতি
মাসে ২০,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা আয় করতে পারেন।
Online income on mobile এই ব্লগ টি টাকা আয় করার ওয়েবসাইট বললেই চলে।
ঘরে বসে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করতে পারেন,
পর্যায় ক্রমে লাক্ষ টাকাও আয় করতে পারবেন। আপনাকে শুধু ব্লগারে গিয়ে একটা নতুন ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে।
আপনার যে বিষয়ে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়ে
আর্টিকেল লিখে পোস্ট করতে পারেন।
যেমনঃ সরকারী চাকরি, বেসরাকরী চাকরি, এনজিও চাকরি, ডিফেন্স চাকরি, ব্যাংক চাকরি,
শিক্ষা বিষয়ক, জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ, স্বাস্থ্য টিপস্ ইত্যাদি পোষ্ট করতে
পারবেন।
এই ব্লগার ওয়েবসাইট
গুলোতে ৩০ থেকে ৪০ টা পোষ্ট হয়ে গেলে আপনারা গুগোল কোম্পানি থেকে এ্যাডসেন্সে নিয়ে আপনার সাইটে এ্যাড বসিয়ে
মাসে হাজার হাজার টাকা/ডলার আয় করতে পারেন।
Excel Tutorial in Bangla | ক্লিক করুন এক্সেল এর কাজ শেয়ার সহজ উপায়
মোবাইল
টাকা/ডলার আয় করার সহজ উপায়
(ইউটিউব চ্যানেল)
আপনার যদি অনলাইনে আয়ের সহজ উপায় নিতে চান তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে
হবে। এই ইউটিউব চ্যানেল খুব সহজে আপনারা পছন্দ ভিডিও আপলোড করে আয় করতে পারেন।
ইউটিউব চ্যানেলে যে বিষয়ে আপনার বেশি জ্ঞান সেই বিষয়ে মানুষের কাছে তুলে ধরুন।
যদি আপনার কোন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাহলে সেখান থেকে আপনারা মাসে
৫০,০০০/- টাকা থেকে ১ লক্ষ টাকা অনলাইন আয় করতে পারবেন।
ইউটিউব
চ্যানেল গুলোতে
১০ থেকে ২০ টা ভিডিও আপলোড হয়ে গেলে। আপনারা গুগোল কোম্পানি থেকে এ্যাডসেন্সে এ্যাপরুভ নিয়ে আপনার সাইটে এ্যাড লাগিয়ে অনেক টাকা/ডলার আয় করতে পারেন প্রতি মাসে।
মোবাইলে
টাকা আয় করার ওয়েবসাইট
তৈরি করার উপায়
আপানারা হয়তো ভাবছেন এই ওয়েবসাইট গুলো কোথায় পাবো? এর জন্য আপনাকে কিছু করতে হবে না শুধু আপনারা গুগোলে গিয়ে টাইপ করবেন Blogger.com
তাহলে আপনার কাছে চলে আসবে।
এখান থেকে আপনারা একাউন্ট খোলে
নিবেন। একাউন্ট খোলতে আপনার একটি ই-মেইল আইডি থাকতে হবে। একাউন্টটি তৈরি করার পর ওয়েবসাইটে
রুপান্তরিত হবে।
সেখানে আপনার যে বিষয়ে পোষ্ট বা আটিক্যাল লিখবেন সেগুলো পাবলিষ্ট
করবেন।
পোষ্ট পাবলিষ্ট করার পর লিংকটি আপনার ফেসবুক,
টুইটার, গুগল++, ই-মেইল এবং ফেসবুক গ্রুপে সব জায়গাতে শেয়ার করে
দিবেন।
আর এসব লিংকে কেউ যদি
এ্যাড ক্লিক
করে পোষ্টটি দেখে তাহলে আপনার টাকা/ডলার
আয় হবে।
মাইক্রোসফট অফিস ২০০৭ (কম্পিউটার এর কাজ শিখুন বাংলা ভাষায়)
অনলাইনে কাজের
আরো অনেক রূপ
অনলাইন কাজ যে কোন মানুষ করতে চায়, কারো আশা পূরণ হয় বা কেউ ব্যর্থ হয়ে যায়
ধ্যর্য্ ধারণ না করতে পেরে অনলাইনের এমন কাজ যা আপনাকে সময় দিতে হবে। সময় ব্যয়ের
মাধ্যমে আপনি একদিন সফল হবেনই।
আপনার কাজ করার উপর নির্ভর
করে
মোবাইলে অনলাইনে আয় ২০২৩ সবচেয়ে ভালো আইডিয়া আপনার কোন বিষয়ে বেশি মনোযোগ থাকে
ওয়েবসাইট?
নাকি ইউটিউব চ্যানেল? সে বিষয়ে কাজ করতে হবে আপনাকে।
আবার কেউ কেউ গেম খেলে টাকা আয় করতে চাই। অনলাইন কাজ করার হাজার
হাজার পদ্ধতি রয়েছে।
মোবাইলে
অনলাইন আয় করার সহজ উপায় নিচে দেওয়া হলো
০১.
ভিডিও বিক্রয় করে টাকা আয় করা।
০২.
আর্টিকেল লিখে টাকা
আয় করা।
০৩.
অ্যাপ তৈরি
করে করে টাকা
আয়।
০৪. গল্প/কবিতা লিখে টাকা
আয় ।
০৫.
অনলাইন টিউশন করে টাকা আয়।
০৬. গান লিখে
টাকা
আয়।
০৭.
অনলাইনে বিভিন্ন ক্লাস/শ্রেণির সাজেশন দিয়ে টাকা
আয়।
০৮.
ওয়েবসাইট তৈরি করে টাকা
আয় করা।
০৯.
ওয়েব
ডিজাইন করে টাকা
আয়।
১০. ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আয় (এই সব মোবাইলে অনলাইন কাজ করে হাজার হাজার টাকা আয়
করে যাচ্ছে অনেক মানুষ )
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের রেজাল্ট দেখুন এখানে
অনলাইন আয় মোবাইল দিয়ে ২০২৩
আপনারা অনেকে ভাববেন এই সব কাজ গুলো কি মোবাইল দিয়ে সম্ভব?
হ্যাঁ মোবাইল দিয়েই সম্ভব। আপনার কাছে কোন ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে পারবেন।
উপরে যত
গুলো কাজের
কথা বলেছি সব
গুলোই খুব
সহজে আপনার মোবাইল দিয়ে করতে পারবে। কিছু কিছু অনলাইন আয়
করার সাইট রয়েছে যেগুলো মোবাইল দিয়ে করা যায় না।
যে
কোনো মোবাইলে করা যায় না সেই
সব আমি
এই পোষ্টের মধ্যে দিবো।
অতএব
আমি যেসব
কাজ গুলো
উপরে দিয়ে
রেখেছি সব কাজ মোবাইলে করতে পারবেন।
মোবাইলে অনলাইন ইনকাম অ্যাপ
আমরা অনেকে আছি অনলাইন
আয় করার
অ্যাপ ব্যবহার করি।
এই অনলাইন অ্যাপ গুলো শুধুমাত্র
নিজের পকেট
খরচা বানাতে পারবেন ভালো
মতো সংসার
চালাতে পারবেন না।
তাই আমি বলবো অনলাইন অ্যাপের কথা বাদ দিয়ে আপনারা যদি সিরিয়াস হয়ে অন্য কোন কাজ করেন খুব ভালো হয়। যেমন ওয়েবসাইট বা
ইউটিউব।
মোবাইলে
ফ্রি টাকা ইনকাম
আপনি
যদি বলেন ফ্রিতে মোবাইলে টাকা আয় করার কোন কাজ আছে কিনা? আমরা বলবো নেই। Online income
on mobile কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে।
যেখান থেকে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন।
যেমন ওয়েবসাইট বা ইউটিউব, তবে এটিরও খরচ রয়েছে যা আপনাকে ব্যয় করতে হবে।
সেগুলো
হলো ওয়েবসাইট ডুমেইন কিনে আপনার
ওয়েবসইটে সেট করতে হবে।
ডুমেইন কেনার কারণ হলো আপনি যে ওয়েবসাইট মানুষের কাছে তুলে
ধরবেন সেটি যেন মানুষের পরিচিত নাম হয় তার জন্য।
ডুমেইনের দাম বাংলাদেশের মূল্য
৮৫০/- টাকা থেকে ১২৫০/- টাকা লাগতে পারে। এছাড়া আর
কিছু টাকা ব্যয় করে কিনতে হবে না।
পরিশেষঃ
মোবাইলে
অনলাইন আয় করা অনেক সহজ, এতে কোন সন্ধেহ্য নেই।
শুধু আপনার সময় দিতে হবে, যত সময় দিবেন
তত আপনার আয় বাড়বে এবং বেশি বেশি করে রিচাজ করতে হবে।
আপনি যে বিষয়ে আর্টিকেল পোষ্ট
করবেন ও ইউটিউব চ্যানেলে যে, বিষয়ে ভিডিও আপলোড করবেন।
সে বিষয়ের প্রতি বেশি করে রিচাজের
ফলে আপনার ওয়েবসাইট বা ইউটিউব দিয়ে আয় করার মাধ্যমে আপনার জীবন উন্নীত করতে পারবেন।
আমাদের
এই www.eduandjobs.com
পেজে
জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ, রেজাল্ট, রুটিন, ফরম ফিলাপ, ভর্তি বিজ্ঞপ্তি এবং সরকারী,
বেসারকারী, এনজিও, ব্যাংক, ডিফেন্স: সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়র সার্ভিস,
পুলিশের চাকরির খবর আপডেট প্রকাশ করে থাকি।
আপনি দিনে সময় নিয়ে এক বার হলেও এই পেজে
ঘুরে যাবেন। কারণ যাবতীয় তথ্য এই একি পেজে পেয়ে যাবেন সবার আগে, সাথেই থাকুন ধন্যবাদ।