আজ
১৪-ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস আমাদের পৃথিবীতে প্রতি বছর পালন
করা হয়ে থাকে। এই ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেকার জন্য নই এই ভালোবাসা দিবসটি সকলের
জন্য যেমন বাবা, মা, ভাই, বোন, আত্মিয়স্বজন সকলের।
আমাদের
সকলের উচিত এই বিশ্ব ভালোবাসা দিবসকে সম্মান দেওয়া। ভালোবাস হলো পবিত্র। অনেক মানুষ
আছে তারা ভালোবাসা নামে ছলনা করে থাকে। ভালোবাসা ছলনার জিনিস নই।
একজন
প্রেমিক তার প্রেমিকা কে অবশ্যই ভালোবাসবে তবে শুদ্ধ ভাবে। নোংরামিকে ভালোবাসা
বলে না।
প্রথমে,
ভালোবাসার জন্য একটি ভালো মন থাকা দরকার। ভালোবাসার জন্য ভালো মানুষে রুপান্তরিত হতে
হয়। মনের মধ্যে কোন নোংরামি থাকা যায় না। এতে ভালোবাসায় বিঘ্নতা সৃষ্টি হয়। ভালো লাগা
ভালোবাসা নষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ত,
ভালোবাসা মানে দু’টি মনের মিলন। যখনি দু’টি মনের মিলন ঘটবে তখনি ভালো লাগা থেকে ভালোবাসা
সৃষ্টি হবে। ভালোবাসতে টাকা লাগে না। আবার ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না। আপনাকে
বুঝতে হবে আপনি যদি ভালো মনের অধিকারী হন তবে আপনার ভালোবাসা মজবুত হবে।
তৃতীয়ত,
ভালোবাসা এমন একটি জিনিস যা প্রতিটি মানুষের মনে সৃষ্টি করে দিয়েছেন মহান আল্লাহ-পাক।
আল্লাহ বলেছেন যে মানুষ মানুষকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এটাই চিরন্তন সত্য।
চতুর্থত,
আপনি যাকে মন থেকে ভালোবাসেন তাকে কোন দিন কষ্ট দিবেন না। এটা বাবা, মা, ভাই, বোন,
আত্মিয়স্বজন যেই হউক। কারণ গানে আছে সকলেই শুনেছেন হইতো……
পর
মানুষে কষ্ট দিলে দুঃখ মনে হয় না,
আপন
মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
পর
মানুষ পাথরের আঘাত দিলেও কষ্ট মনে হয় না।
নিজের
মানুষ ফুলের টোকা দিলেও পাথরের আঘাতের চেয়ে ব্যথা লাগে মনে।
পঞ্চমত,
দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা। এই দুটি আশা যদি এক হয়ে যায় তখনি ভালোবাসা মধুর
হয়ে যায়। যদি একতরফা ভালোবেসে কষ্ট পান তবে যত তারা তারি পারেন মুখ ফুটে ভালোবাসার
কথা প্রকাশ করুন। মনে যত কষ্ট পোষে রাখবেন তত জ্বালা বাড়বে। মনের কথা প্রকাশ করার পর
কাজ না হলেও মনের মধ্যে তৃপ্তি খুঁজে পাবেন।
ষষ্ঠত,
বর্তমানের ডিজিটাল ভালোবাসার নাম হলো বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো করেই দিন
শেষ। হ্যাঁ সকলেই এরকম নই। এর মধ্যে কিছু মানুষ এখনো ভালো আছে তারা তাদের বাবা মায়ের
কথা শুনে।
সপ্তমত,
ফুল হলো লাল, পাতা হলো সবুজ, ডালে হলো কাটা সব মিলে হলো গোলাপ। ভালোবাসার রঙ ভিন্ন
হয়ে থাকে। তবে আমি জানি ভালোবাসার রঙ লাল। তাই সকলে লাল গোলাপ পছন্দ করে থাকে।
অষ্টমত,
প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে মানুষ তার পছন্দের মানুষ গুলোকে লাল গোলাপ দিতে ভালোবাসেন।
মানুষের মন খারাপ থাকলে একটি লাল গোলাপ হাতে ধরিয়ে দিলে মন ভালো হয়ে যায়। যে মানুষ
ফুলকে ভালোবাসে তার মন ও সুন্দর।
নবমত,
বর্তমানের প্রেম আলাপ হয় ফেসবুক, টুইটার, ইমেইল, ইমু ইত্যাদি ইন্টারনেট মাধ্যমে। পূর্বের
প্রেম আলাপ ছিল শুধু চিঠি…. ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয়
তোমার মালা খানি বাউলের ই মনটারে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোড়ে………………
দশমত,
ভালোবাসা ভালো লাগা এক নই। মানুষ ভালোবাসা না পেলে বিরহের গান গেয়ে উঠে, আমি তো ভালা
না ভালা লইয়াই থাইকো। আরে আপনি যদি ভালোই না হন তবে ভালো কেন বাসতে যান।
নিজেই বলেন
আপনি ভালো না। তাহলে কে আপনাকে ভালোবাসবে। প্রকৃত মানুষ হয়ে কারো সামনে গিয়ে দারান।
তখন আপাকে কেও ফিরিয়ে দিবে না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। সুন্দর হউক সকলের শুভ বিশ্ব
ভালোবাসা দিবস ১৪-ই ফেব্রুয়ারি ২০২১। আল্লাহ্ হাফেজ দর্শকগণ……. www.eduandjobs.com ওয়েবসাইটের সাথেই থাকুন।