আবেদন শুরুর তারিখঃ ২০ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
ক্রমিক নংঃ ০১
পদের নামঃ টেকনিক্যাল
(ক) সিস্টেম ইঞ্জনিয়ার (স্ট্রাকচার/এয়ারফ্রেম/ প্রপালশন) পদের সংখ্যাঃ ০৪ টি।
(খ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট/ রেডিও/রাডার) পদের সংখ্যাঃ ০৪ টি।
(গ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ই-এনাবলিং) পদের সংখ্যাঃ ০৪ টি।
(ঘ) সিস্টেম ইঞ্জিনিয়ার (রিল্যায়াবিলিটি/মেইনটেনন্স প্রোগ্রাম) পদের সংখ্যাঃ ০৪ টি।
২। এ্যাসিঃ ইঞ্জিনিয়ার (সিভিল) পদের সংখ্যাঃ ০২ টি।
৩। পদের নামঃ
(ক) এ্যাসিঃ ম্যানেজার অপারেশন্স (জিএসই) (শুধু পুরুষ) পদের সংখ্যাঃ ১০ টি।
(খ) ফ্লাইট ডাটা এ্যানালিস্ট ইঞ্জিনিয়ার/ এ্যাসিঃ ম্যানেজার কোয়ালিটি এ্যাসুরেন্স পদের সংখ্যাঃ ০৪ টি।
(গ) এ্যাসিঃ ম্যানেজার (অপস কন্ট্রোল) পদের সংখ্যাঃ ০৪ টি।
৪। এ্যাসিঃ ম্যানেজার মেইনটেনন্স (জিএসই/ মটর ট্রান্সর্পট/ হ্যাঙ্গার কমপ্লেক্স)/ এ্যাসি ইঞ্জিনিয়ার (ইএম) পদের সংখ্যাঃ ১৫ টি।
৫। ডিবিএমএস এ্যাডমিনিস্ট্রেটর/ প্রোগ্রামার পদের সংখ্যাঃ ০৬ টি।
৬। সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর/ নের্টওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর পদের সংখ্যাঃ ০২ টি।
ক্রমিক নংঃ ০২
পদের নামঃ (জেনারেল)
১। এ্যাসিঃ ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদের সংখ্যাঃ ৫০টি।
২। এ্যাসিঃ ম্যানেজার লাইব্রেরি পদের সংখ্যাঃ ০১ টি।
৩। এ্যাসিঃ ম্যানেজার লিগ্যাল এ্যাফেয়ার্স/ কোর্ট এ্যাফেয়ার্স পদের সংখ্যাঃ ০২ টি।
৪। এ্যাসিঃ ম্যানেজার অডিট পদের সংখ্যাঃ ০২ টি।
৫। এ্যাসিঃ ম্যানেজার এ্যাকাউন্টস পদের সংখ্যাঃ ২০ টি।
৬। এ্যাসিঃ ম্যানেজারপাবলিক রিলেশনস পদের সংখ্যাঃ ০১ টি।
৭। মেডিকেল অফিসার পদের সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান।
বেতন ভাতাঃ ১৫,৯০০/- থেকে ৩৮,৪০০/- এবং আনুষাঙ্গিক ভাতাদি শর্তানুযায়ী সহ মাসিক প্রায় ১,৭০,০০০/- টাকা।
Thanks