বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল নিয়োগ ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চাকুরী মানেই সমমানের। 

আপনিও হতে পারেন একজন সমমানী ব্যক্তি। দেশের গর্ভ, দেশ রত্ম। তাই দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন। (বিস্তারিত পড়তে নিচে আসুন)।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল  নিয়োগ ২০২২


আবেদন শুরুর তারিখঃ ০৭ নভেম্বর ২০১৯, সকাল ১০.০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৬ ডিসেম্বর ২০১৯ রাত ১২.০০ টা পর্যন্ত।

পদের নামঃ (টেকনিক্যাল)
১। পদের নামঃ
(ক) সিস্টেম ইঞ্জিনিয়ার (স্ট্রাকচার/এয়ারফ্রেম/প্রপালশন)
(খ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট/রেডিও/রাডার)
(গ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ই-এনাবলিং)
(ঘ) সিস্টেম ইঞ্জিনিয়ার (রিল্যায়াবিলিটি/মেইনটেনেন্স প্রোগ্রাম)

পদের সংখ্যাঃ
(ক) ০৪ (চার) টি।
(খ) ০৪ (চার) টি।
(গ) ০৪ (চার) টি।
(ঘ) ০৪ (চার) টি।

২। পদের নামঃ
এ্যাসিঃ ইঞ্জিনিয়ার (সিভিল)
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি।

৩। পদের নামঃ
(ক) এ্যাসিঃ ম্যানেজার অপারেশন্স (জিএসই) (শুধু পুরুষ)
(খ) ফুাইট ডাটা এ্যানালিস্ট ইঞ্জিনিয়ার/এ্যাসিঃ ম্যানেজার কোয়ালিটি এ্যাসুরেন্স
(গ) এ্যাসিঃ ম্যানেজার (অপ্স কন্ট্রোল)

পদের সংখ্যাঃ
(ক) ১০ (দশ) টি।
(খ) ০৪ (চার) টি।
(গ) ০৪ (চার) টি।

৪। পদের নামঃ 
এ্যাসিঃ ম্যানেজার মেইনটেনেন্স (জিএসই/মটর ট্রান্সপোর্ট/হ্যাঙ্গার কমপ্লেক্স)/ এ্যাসিঃ ইঞ্জিনিয়ার (ইএম)
পদের সংখ্যাঃ ১৫ (পনের) টি।

৫। পদের নামঃ
ডিবিএমএস এ্যাডমিনিস্ট্রেটর/প্রোগ্রামার
পদের সংখ্যাঃ ০৬ (ছয়) টি।

৬। পদের নামঃ
সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর/নের্টওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি।

পদের নামঃ  (জেনারেল)
১। পদের নামঃ 
এ্যাসিঃ ম্যানেজার ট্রেইনি (জেনারেল)
পদের সংখ্যাঃ ৫০ (পঞ্চাশ) টি।

২। পদের নামঃ
এ্যাসিঃ ম্যানেজার লাইব্রেরি
পদের সংখ্যাঃ ০১ (এক) টি।

৩। পদের নামঃ
এ্যাসিঃ ম্যানেজার লিগ্যাল এ্যাফেয়ার্স/কোর্ট এ্যাফেয়ার্স
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি।

৪। পদের নামঃ
এ্যাসিঃ ম্যানেজার অডিট
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি।

৫। পদের নামঃ
এ্যাসিঃ ম্যানেজার এ্যাকাউ্ন্টস
পদের সংখ্যাঃ ২০ (বিশ) টি।

৬। পদের নামঃ
এ্যাসিঃ ম্যানেজার পাবলিক রিলেশনস
পদের সংখ্যাঃ ০১ (এক) টিক।

৭। পদের নামঃ
মেডিকেল অফিসার
পদের সংখ্যাঃ ০৩ (তিন) টি। 

আবেদনের যোগ্যতাঃ
(ক) ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি অথবা সমমান। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়।

(খ) ফলঃ ন্যুনতম জিপিএ ৩.০০ (৫.০০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)।

(গ) “ও” লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে িএবং “এ” লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম “ডি” থাকতে হবে।

(ঘ) উচ্চতাঃ পুরু প্রার্থীঃ সর্বনিম্ন ১৬৮ সে.মি; মহিলা প্রার্থীঃ সর্বনিম্ন ১৬১ সে.মি; ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই ১৮.৫-২৫.০)

(ঙ) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদশী এবং অবিবাহিত হতে হবে।

(চ) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।

(ছ) বয়সঃ ১৯-২৫ বছর (০৬/১২/২০১৯ খ্রিঃ তারিখে); এফিডেবিট গ্রহণযোগ্য নয়।

(জ) GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন ভাতাঃ
* বেতন স্কেলঃ টাকা ১৫,৯০০/- থেকে ৩৮,৪০০/- টাকা এবং আনুষাঙ্গিক ভাতাদি (শর্তানুযায়ীসহ মাসিক প্রায় ১,৭০,০০০/- টাকা।

*** উৎসব ভাতা।

*** দেশে ও বিদেশে প্রশিক্ষণ।

*** বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়ত সুবিধা।

*** উন্নত চিকিৎসা সুবিধা।

*** ইউনিফর্ম ভাতা।

অনলাই-এ আবেদন করার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি (১,১১১/- টাকা) জমা দিয়ে আবেদনের কপি ডাউনলোড করবেন।

অনলাইন আবেদন ক্লিক করুনঃ bbal.teletalk.com.bd



নিচে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া হলোঃ 




ডাউনলোড করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল  নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ (PDF)
আবেদনের শেষ তারিখঃ ০৬ ডিসেম্বর ২০১৯, রাত ১২.০০ টা পর্যন্ত।


আবেদনের শেষ তারিখঃ ০৬ ডিসেম্বর ২০১৯

আবেদনের শেষ তারিখঃ ১৬ ডিসেম্বর ২০১৯

স্কুল/কলেজ/জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ ও সরকারী/বেসরকারী চাকুরীর সকল নতুন আপডেট পেতে  পেজের সাথেই থাকুন।

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *