বিমানসেনা পদে চাকরি দিচ্ছে বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরিতে সকল জেলার প্রাথীগণ আবেদন করতে পারবেন। বিমানসেনা চাকরি মানে দেশের গর্ব বিমান বাহিনী এমন একটি চাকরি যা বাংলাদেশের এটি নামিদামি প্রতিষ্ঠান, বিমান বাহিনী চাকরি মানেই স্মার্ট। এই বিমান বাহিনী বিমানসেনা চাকরি আপনার জীবনের পরিবর্তন এনে দিবে। সাড়া দেশে বিমানসেনা চাকরির অনক সমমান। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিমানসেনা চাকরির বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত দেওয়া হলো। বিমানসেনা চাকরির খবর ছাড়াও এই পেজে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ ও আপডেট সরকারী বেসরকারী চাকরির খবর। সাথেই থাকুন আর ভিজিট করুন www.eduandjobs.com

আবেদনের শেষ তারিখঃ ২০ আগস্ট ২০২০ খ্রিঃ।
চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখঃ ২৮ মার্চ ২০২০ খ্রিঃ।


শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং- ৩৫, সাইফার এসিস্ট্যান্ট এন্ট্রি নং- ২০

বিমানসেনা চাকরিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ 
১। শিক্ষা প্রশিক্ষকঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
২। সাইফার এসিস্ট্যান্টঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসিসি/বিকম/বিএ/সমমান-এ সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

নির্বাচন পরীক্ষার বিষয়সমূহঃ
১। শিক্ষা প্রশিক্ষকঃ লিখিত পরীক্ষা (আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান), স্বাস্থ্যগত ও মৌলিক পরীক্ষা।
২। সাইফার এসিস্ট্যান্টঃ লিখিত পরীক্ষা (আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান), ব্যবহারিক, স্বাস্থ্যগত ও মৌলিক পরীক্ষা।

অন্যান্য যোগ্যতাঃ  
১। জাতীয়তাঃ বাংলাদেশী পুরুষ নাগরিক।
২। বয়সঃ সর্বোচ্চ ২৮ বছর (২৮ মার্চ ২০২১ তারিখে)।
৩। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/বিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
৪। উচ্চতাঃ ন্যূনতম ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি)
৫। ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
৬। বুকের মাপঃ ন্যূনতম ৭৮ সেমি (৩০ ইঞ্চি-৩২ ইঞ্চি)।
৭। চোখঃ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

অযোগ্যতাঃ
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

বিস্তারিত জানতে নিচে বিজ্ঞপ্তিতে দেখুন…..

সবার আগে নতুন চাকরির খবর পড়ুন এখানে…

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *