বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ [এখানে দেখুন]

 

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ বিভাগ, অধিশাখা-২ (কর) এর পত্র নং-৬৩ তারিখঃ ০৯/০২/২০২০ খ্রিঃ অনুযায়ী কর অঞ্চল-২ ঢাকা এর অধীনে শূণ্য পদের অস্থায়ী  ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা/নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা হলো।

এই একই পেজে পাবেন আপডেট সরকারী বেসরকারী চাকরির খবর এবং আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ, রেজাল্ট, রুটিন, ভর্তি বিজ্ঞপ্তি, ফরম ফিলাপ নোটিশ। সাথেই থাকুনঃ www.eduandjobs.com

আবেদনের শেষ তারিখঃ ১৮/১১/২০২০ খ্রিঃ

১। পদের নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর 

পদের সংখ্যাঃ ০১ ‍টি।

গ্রেড-১৩

বেতনঃ ১১০০০/- টাকা থেকে ২৬৫৯০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।

যোগ্যতাঃ সাটঁলিপিতে লিখনে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলা-৫০ ও ইংরেজি-৮০ শব্দ।

২। পদের নামঃ উচ্চমান সহকারী

পদের সংখ্যাঃ ১১ ‍টি।

গ্রেড-১৪

বেতনঃ ১০২০০/- টাকা থেকে ২৪৬৮০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদের সংখ্যাঃ ০৪ ‍টি।

গ্রেড-১৪

বেতনঃ ১০২০০/- টাকা থেকে ২৪৬৮০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।

যোগ্যতাঃ সাটঁলিপিতে লিখনে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলা-৪৫ ও ইংরেজি-৭০ শব্দ।

৪। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যাঃ ০৭ ‍টি।

গ্রেড-১৬

বেতনঃ ৯৩০০/- টাকা থেকে ২২৪৯০/- টাকা।

শিক্ষাগত যোগ্যাতাঃ এইচএসসি পাশ

যোগ্যতাঃ সাটঁলিপিতে লিখনে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলা-২০ ও ইংরেজি-২০ শব্দ।

৫। পদের নামঃ গাড়ী চালক

পদের সংখ্যাঃ ০১ ‍টি।

গ্রেড-১৬

বেতনঃ ৯৩০০/- টাকা থেকে ২২৪৯০/- টাকা।

শিক্ষাগত যোগ্যাতাঃ অষ্টম শ্রেণী পাশ

৬। পদের নামঃ নোটিশ সার্ভার

পদের সংখ্যাঃ ০৪ ‍টি।

গ্রেড-২০

বেতনঃ ৮২৫০/- টাকা থেকে ২০০১০/- টাকা

শিক্ষাগত যোগ্যাতাঃ এসএসসি পাশ

৭। পদের নামঃ অফিস সহায়ক

পদের সংখ্যাঃ ০৩ ‍টি।

গ্রেড-২০

বেতনঃ ৮২৫০/- টাকা থেকে ২০০১০/- টাকা

শিক্ষাগত যোগ্যাতাঃ এসএসসি পাশ

৮। পদের নামঃ নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যাঃ ০৪ ‍টি।

গ্রেড-২০

বেতনঃ ৮২৫০/- টাকা থেকে ২০০১০/- টাকা

শিক্ষাগত যোগ্যাতাঃ এসএসসি পাশ 

বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন……


ডাউনলোড করুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

সবার আগে আপডেট চাকরির খবর পড়ুন এখানে……

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *