বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি [Army Job Circular 2020]

 

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনার আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। 

উক্ত চাকরিতে মহিলা ও ‍পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেনাবাহিনী চাকরি মানেই স্মার্ট ও জনপ্রিয় হয়ে উঠার একটি মাধ্যম। যত তারা তারি পাবেন আবেদন করে ফেলুন। এই পেজে সেনাবাহিনীর চাকরির খবর ছাড়াও পাবেন আপডেট সরকারী বেসরকারী চাকরির খবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ সাথেই থাকুন www.eduandjobs.com ওয়েবসাইটের।

আবেদনের শেষ তারিখঃ ০৯ জানুরয়ারি ২০২১ খ্রিঃ।

চাকরির ধরণঃ বাংলাদেশ সেনাবাহিনী (সরকারী চাকরি)

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি

আবেদনকারীর বয়সঃ ১৭ হতে ২১ বছর এর মধ্যে হতে হবে

বেতনঃ নিচে সার্কুলারে দেখুন…

চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৬ নভম্বর ২০২০ খ্রিঃ

প্রার্থীর ওজনঃ পুরুষ: ৫৪ কেজি ও মহিলা: ৪৭ কেজি

প্রার্থীর ‍উচ্চতাঃ পুরুর: ৫ ফিট ৪ ইঞ্চি ও মহিলা: ৫ ফিট ২ ইঞ্চি

প্রার্থীর বয়স ০১ জুলাই ২০২১ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক মান (ন্যূনতম)

ক্রমিক নং

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য

মহিলা প্রার্থীদের জন্য

01

 উচ্চতা

১.৬৩ মিটার (৫ ফিট ৪ ইঞ্চি) 

১.৫৭ মিটার (৫ ফিট ২ ইঞ্চি) 

02

ওজন 

৫৪ কিলোগ্রাম (১১০ পাউন্ড)

৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) 

03

 বুক

 স্বাভাবিক- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ- ০.৮২ মিটার (৩২ ইঞ্চি)

 স্বাভাবিক- ৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ- ৭৬ মিটার (৩০ ইঞ্চি) 

উচ্চতা  ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ 

(জাতীয় মাধ্যম) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ- ৫.০০ ও অন্যটিতে জিপিএ- ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। 

(ইংরেজি মাধ্যম) “O” লেভেলে ৬ টি বিষয়ের মধ্যে ৩টি এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং “এ” লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

জাতীয়তাঃ জন্ম সূতে বাংলাদেশী নাগরিক

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ

সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রীন্ড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর  বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণয়োগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যুনতম ৩ মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

০৬ নভেম্বর ২০২০ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনকারী প্রার্থীকে https://joinbangladesharmy.army.mill.bd ওয়েবসাইটে প্রবেশ কর Home Page এর উপরে ডান কোনায় Apply Now তে ক্লিক করে ৮৬ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে Apply করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, Visa/Master Card, bKash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- টাকা (অফেরতযোগ্য) আবেদন  ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষনকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।

প্রার্থীর স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ

প্রাথমিক নির্বাচন (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি ২০২১ হতে ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।

লিখিত পরীক্ষাঃ প্রাথমিক নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত েএবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখৈ।

আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.issb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। 

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত জনতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন…..

ডাউনলোড করুন বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 

নতুন চাকরির খবর পড়ুন এখানে…

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *