বাংলাদেশ সেনাবাহিনী চাকরির খবর ২০২০

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সকল চাকরি প্রত্যাশী এবং বেকারদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেবে। তাই যারা নিজের এবং নিজের পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য ভাল একটি চাকরি খুঁজছেন তাদের জন্য এই চাকরিটা। নিচে এই চাকরির বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।  প্রার্থীরা বাংলাদেশ আর্মির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আরো সরকারী চাকরির খবর পেতে এই পেজের সাথেই থাকুন, ভিজিট করুনঃ www.eduandjobs.com



আবেদনের শেষ তাখিঃ ০৪ জুলাই ২০২০ খ্রিঃ


আবেদনের যোগ্যতাঃ 


১। বয়স: ১০ জুলাই ২০২০ তারিখে অনুর্ধ্ব ৪০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।


২। শারীরিক মান (ন্যূতম)


(১) উচ্চতাঃ পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি),  মহিলা: ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।
(২) ওজনঃ পুরুষ: ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড), মহিলা: ৪৯.০০ কেজি (১০৯ পাউন্ড)।
(৩) বুকঃ পুরুষ: স্বাভাবিক: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)-প্রসারণ: ০.৮১ মিটার (৩২ ইঞ্চি), মহিলা: স্বাভাবিক: ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)-প্রসারণ: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

৩। শিক্ষাগত যোগ্যতাঃ এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

৪।  বৈবাহিক অবস্থাঃ বিবাহি/অবিবাহিত।


৫। ক্যাটাগরিঃ নিম্নবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেনঃ


A. CARDIOLOGIST                             B. NUCLEAR MEDICINE 
C. RADIATION ONCOLOGIST            D. MEDICAL ONCOLOGIST 
E. SURGICAL ONCOLOGIST             F. PULMONOLOGIST 
G. ORTHOPAEDIC SURGEON          H. INTERNAL MEDICINE                  
I. GASTROENTEROLOGY                 J. ENDOCRINOLOGY         
K. INTENSIVIST                                  L. NEURO SURGEON 


প্রার্থীর জন্য যোগ্যতাঃ


৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।

৭। আইএসএসবি (আইএসএসবি) কর্তৃক ০২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) তবে ০৫ বছর পূর্বে ০২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৮। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। 

আবেদন করার পদ্ধতিঃ নিচে দেওয়া বিজ্ঞপ্তিতে দেখূন…..


প্রাপ্ত সুযোগ-সুবিধাঃ


১০। বেতন-ভাতাঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

১১। বিদেশে প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষাঃ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ।

১২। বাসস্থানঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ।

১৩। চিকিৎসাঃ সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা।

১৪। সন্তানদের অধ্যয়নঃ নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস্ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ অধ্যয়নের সুযোগ।

বিশেষ নির্দেশনঃ

১৫। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএ’তে যোগদানের পূর্বে সাতার শেখার জন্য উপদেঃশ দেওয়া হলো।

১৬। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
*** এই চাকরির পাশাপাশি সেনাবাহিনীতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করুনঃ Apply Now





বিস্তারিত জানতে নিচে বিজ্ঞপ্তিতে দেখূন….




ডাউনলোড করুন বাংলাদেশ সেনাবাহিনী চাকরির খবর ২০২০

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *