বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

eduandjobs.com



বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ২৪তম ডিএসএসসি (স্পেশাল পারসপাস)- এএমসি

অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ০১ ফেব্রুয়ারী  ২০২০ 

যোগ্যতাঃ

১. বয়সঃ ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৪০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।


 ২. শারীরিক মান (ন্যূনতম)

(ক)  পুরুষঃ শারীরিক যোগ্যতাঃ উচ্চতা- ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

(ক)  মহিলাঃ শারীরিক যোগ্যতাঃ উচ্চতা- ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)

(খ) পুরুষঃ ওজন- ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড)

(খ) মহিলাঃ ওজন- ৫২ কিলোগ্রাম (১১৪ পাউন্ড)

(গ) পুরুষঃ বুক- স্বাভাবিক = ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ= ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

(গ) মহিলাঃ বুক- স্বাভাবিক = ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ= ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)



 *** উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

৩. শিক্ষাগত যোগ্যতাঃ এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ফেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

৪. বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত

৫. জাতীয়তাঃ বাংলাদেশী

৬. ক্যাটাগরিঃ নিম্নবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেনঃ

* Cardiologist                  * Orthopedic Surgeon 

* Nuclear Medicine        * Internal Medicine

* Radiation Oncologist  * Gastroenterology 

* Medical Oncologist    * Endocrinology 

* Surgical Oncologist    * Intensivist 

* Pulmonologist             * Neuro Surgeon  



 

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ 

৭. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।

৮. আইএসএসবি কর্র্তক ২ বার স্ত্রিল্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ত্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর পূর্বে ২ বার স্ত্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

৯. প্রতিটি চোখের দৃ্ষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডািইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে গণ্য হবেন।

১০. সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিলমেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

১১. আবেদন ফি প্রদানের পদ্ধতিঃ আবেদনকারীর ট্রাস্ট ব্যাংক এর টি-ক্যাশ,  ভিসা/ মাষ্টার কার্ড , বিকাশ,
রকেট ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। 

১২. অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (+৮৮০১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।

নির্বাচন পদ্ধতিঃ 

১৩. মৌখিক পরীক্ষাঃ আগামী ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং মৌখিক পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট, মার্কসীট এবং বিএমডিসি’র সার্টিফিকেটসমূহ এর মুলকপি প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে গণ্য হবেন।

১৪.  পরীক্ষার ফলাফলঃ https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে।

১৫. অনলাইনে আবেদনের পদ্ধতিঃ  ০৩ জানুয়ারি ২০২০ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।  আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেইজের উপর ডান ক্লিক করে 24th-DSSC-(SPECIAL-PURPOSE)—AMC আবেদন করতে হবে।

প্রশিক্ষণ ও কমিশনঃ

১৬. বিএমএ প্রশিক্ষণঃ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেইনি অফিসার হিসেবে বিএমএতে ১০ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

১৭. কমিশন ও পশ্চৎপ্রবীণতাঃ কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর মেজর পদে কমিশন প্রদান এবং বিএমএ’তে যোগদানের তারিখ হতে ৪ বছর পশ্চৎপ্রবীণতা (এ্যন্টিডেট সিনিয়রিটি) প্রদান করা হবে।

প্রাপ্ত সুযোগ-সুবিধাঃ

১৮. বেতন-ভাতাঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

Apply Now

বিস্তারিত জানতে নিচে ইমেজে দেখুনঃ

ডাউনলোড করুন বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

আবেদনের শেষ তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২০
 সবার আগে আপডেট চাকুরির খবর পেতে ক্লিক করুনঃ
eduandjobs.com

About TAREK JAMAN

Check Also

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ (সবার আগে এখানে)

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ডিগ্রি ১ম বর্ষের ফলাফল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *