বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

eduandjobs.com

 BBA Job Circular 2020  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে “সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (সরকারী বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সাকুল্য বেতনে নিম্নবর্ণিত শর্তে “অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ০১ জন” জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 



আবেদনের শেষ তারিখঃ ২৫ ফেব্রুয়ারি ২০২০

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ (এক) টি।
প্রার্থীর বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতাঃ টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দ গতি থাকতে হবে। (কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন স্কেলঃ ১৭,৩৪৫ টাকা।

প্রার্থীর শর্তাবলীঃ

১।  খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

২। নির্বাচনী/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩। প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে চাকুরীর অবসান হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগপত্রই চাকুরী অবসানের নোটিশ হিসাবে গণ্য হবে।

৪। পদ সংখ্যা কম-বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৫। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটঃ  www.bba.gov.bd তে পাওয়া যাবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রকল্প পরিচালক “সাপোর্ট টু ঢাকা
এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প” সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড,
বনানী, ঢাকা-১২১২ বরাবর আবেদন পাঠাতে হবে।

বিস্তারিত  নিচে বিজ্ঞপ্তিতে দেখুন…

আবেদনের শেষ তারিখঃ ২৫/০২/২০২০ খ্রিঃ
সবার আগে আপডেট চাকুরীর খবর পেতে আমার এই পেজ ভিজিট করুনঃ
eduandjobs.com

About TAREK JAMAN

Check Also

10 Steps to a Successful Career Change

10 Steps to a Successful Career Change!!

Changing careers can be a daunting task, but with the right approach and mindset, it …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *