বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), শূন্য পদসমূহে স্থায়ী, অস্থায়ী ভাবে সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়ার
জন্য। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ০১ টি পদে মোট ১৫ (পনের)
জনকে নিয়োগ দেওয়া হবে। নিম্নোক্ত পদ গুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত দেওয়া হল।
এই এক পেজে পাবেন সকল সরকারি বেসরকারি চাকরির খবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট সকল নোটিশ, সবার আগে নতুন
নতুন খবর পড়তে এই www.eduandjobs.com ওয়েবসাইটটি বিজিট করুন।
আবেদন শুরুর তারিখ
: ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ
আবেদনের শেষ তারিখ
: ৩১ জানুয়ারি ২০২১ খ্রিঃ
পদের নাম |
পদের সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা |
বেতন স্কেল |
প্রার্থীর বয়স |
বৈজ্ঞানিক কর্মকর্তা |
১৫ (পনের) টি |
কোনো স্কীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি |
গ্রেড-৯ম, ২২,০০০/- টাকা থেকে ৫৩,০৬০/- টাকা |
সর্বোচ্চ ৩০ বছর |
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি :
পরীক্ষায় অংশগ্রহণে
ইচ্ছুক ব্যক্তিকে http://bina.teletalk.com.bd অথবা www.bina.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত
আবেদনপত্র পূরণ করিয়ে পরীক্ষা ফি সহ Online Registration কার্যাবলী সম্পন্ন করিতে
হইবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করিলে বিনা নিয়োগ ২০২০ এর বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণের
বিস্তারিত নির্দেশনাবলি এবং নির্ধারিত আবেদন ফরম এর লিংক দৃশ্যমান হইবে। আবেদন ফরম
এর লিংক এ ক্লিক করিলে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে রেডিও বাটন দৃশ্যমান হইবে। রেডিও
বাটন সিলেক্ট করিয়া Next বাটনে ক্লিক করিলে আবেদন ফরম পাতায় বেশ করার যাইবে।
অনলাইনে আবেদনপত্রে
প্রার্থী তা হার স্বাক্ষর (দৈঘ্য ৩০০ X ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ X ৩০০
Pixel) স্ক্যান করিয়া আপলোড করিবেন।
অনলাইন আবেদনপত্রে
পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হইবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট
করিবার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত
হইবেন।
অনলাইনে আবেদনপত্র
যথাযথ ভাবে পূরণ করিয়া নির্দেশনা মতে প্রার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড করিয়া
আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা
যাবে। নির্ভূল ভাবে আবদেন পত্র সাবমিট করিবার পর প্রার্থীর ইউজার আইডি, ছবি এবং
স্বাক্ষর যুক্ত একটি Applicant’s Copy পাওয়া যবে। Applicant’s Copy টি ডাউনলোড পূর্বক
রঙ্গিন প্রিন্ট করিয়া পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ
করিবেন।
প্রাপ্ত ইউজার আইডি
নম্বর ব্যবহার করিয়া প্রার্থী যে কোন টেলিটক Pre-Paid মোবাইল নাম্বারের মাধ্যমে
এসএমএস করিয়া আবেদন ফি বাবদ ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা
দিবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হইলেও আবেদন
ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রটি কোন ভাবেই গৃহীত হইবে না।
নিম্নে এসএমএস এর নির্দেশনা, ইউজার আইডি এবং পাসওয়াড পদ্ধতি উল্লেখ
করা হইলো :
এসএমএস করার পদ্ধতি :
প্রথম এসএমএস : BINA<Space>User ID লিখিয়া 16222 নম্বরে Send
করিতে হইবে।
দ্বিতীয় এসএমএস : BINA<Space>Yes<Space>PIN লিখিয়া 16222
নম্বরে Send করিতে হইবে।
পাসওয়াড পদ্ধতি :
দ্বিতীয় এসএমএস : টি পাঠানোর পর ফিরতি এসএমএস এ পাসওয়াড পাওয়া যাবে।
পাসওয়াড টি Admit Card (প্রবেশপত্র) ডাউনলোড এর জন্য
প্রার্থী সংরক্ষণ করিবেন।
প্রার্থীর যোগ্যতা যাচাই :
প্রার্থী কর্তৃক
প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হইলে কিংবা
পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল সহ
তাহার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত
হইলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীতা বাতিল করিবার ক্ষমতা কর্তৃপক্ষ করিবেন।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ টি
করিয়া সত্যায়িত ফটোকপি অনুলিপি দাখিল করিতে হইবে :
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র :
(খ) প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক ০১ কপি
চারিত্রিক সনদপত্র :
(গ) ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান, পৌরসভার, মেয়র,
কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র :
(ঘ) জাতীয় পরিচয়
পত্র :
(ঙ) অনলাইন এ
পূরণকৃত আবেদন পত্রের কপি (Applicant’s Copy) :
পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ওয়েবসাইট www.bina.gov.bd তে পাওয়া যাবে।
আরো বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন…
আবেদন এর ঠিকানা : অনলাইনে http://bina.teletalk.com.bd এই ওয়েবসাইটে এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
ডাউনলোড করুন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি