বাংলাদেশ চা বোর্ডে চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০


বাংলাদেশ চা বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেশনা ইনস্টিটিউট (বিটিআআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর নিম্নবর্ণিত ২০ টি পদে মোট ৩৮ জনকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ (সরকারী বেসরকারী চাকুরীর খবর পরতে সাথেই থাকুন)।
আবেদনের শেষ তারিখঃ ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত।
১। পদের নাম : উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৫০,০০০/- থেকে ৭১,০০০/-
২। পদের নাম : বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ)
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ২২,০০০/- থেকে ৫৩,০৬০/-
৩। পদের নাম : বৈজ্ঞানিক কর্মকর্তা ( উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ২২,০০০/- থেকে ৫৩,০৬০/-
৪। পদের নাম : বৈজ্ঞনিক কর্মকর্তা (প্রাণ রসায়ন বিজ্ঞান)
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ২২,০০০/- থেকে ৫৩,০৬০/-
৫। পদের নাম : ফোরম্যান
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ১২,৫০০/- থেকে ৩০,২৩০/-
৬। পদের নাম : পরিসংখ্যান সহকারী
পদ সংখ্যা : ০২ টি, বেতনঃ ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- 
৭। পদের নাম : সিনিয়র মেকানিক
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ১০,২০০/- থেকে ৩৪,৬৮০/-
৮। পদের নাম : ফটো গ্রাফার কাম-আর্টিষ্ট
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ১০,২০০/- থেকে ৩৪,৬৮০/-
৯। পদের নাম : সার্ভেয়ার
পদ সংখ্যা : ০৩ টি, বেতনঃ ১০,২০০/- থেকে ৩৪,৬৮০/
১০। পদের নাম : অফিস সহকারী  কাম কম্পিউটার অপারেটরপদ সংখ্যা : ০৮ টি, বেতনঃ ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
১১। পদের নাম : হিসাব সহকারী
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৯,৩০০/- থেকে ২২,৪৯০/- 
১২। পদের নাম : গাড়ীচালক
পদ সংখ্যা : ০৪ টি, বেতনঃ ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
১৩। পদের নাম : ইলেট্রিশিয়ান
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
১৪। পদের নাম : কার্পেন্টার
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
১৫। পদের নাম : কুক
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৮,৫০০/- থেকে ২০,৫৭০/- 
১৬। পদের নাম : ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ ৮,৫০০/- থেকে ২০,৫৭০/-
১৭। পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ০৫ টি, বেতনঃ ৮,২৫০/- থেকে ২০,০১০/-
১৮। পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ  ৮,২৫০/- থেকে ২০,০১০/-
১৯। পদের নাম : চেইনম্যান
পদ সংখ্যা : ০১ টি, বেতনঃ  ৮,২৫০/- থেকে ২০,০১০/-
২০। পদের নাম : মালী
পদ সংখ্যা : ০২ টি,  বেতনঃ ৮,২৫০/- থেকে ২০,০১০/-
প্রার্থী শর্তাবলীঃ
১. চাকরির আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ড এর ওয়েবসাইট http://www.teaboard.gov.bd/ এ পাওয়া যাবে।
২. পরীক্ষা বাবদ ফিঃ ক্রমিক নং- ১ থেকে ৪ পর্যন্ত পদের জন্য ৫০০/- টাকা, ক্রমিক নং- ৫ পদের জন্য ২০০/- টাকা। ক্রমিক নং- ৬ থেকে ২০ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা।
  আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদনপত্র সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন ইমেজ আকারে
সবার আগে আপডেট চাকুরীর খবর পেতে www.eduandjobs.com এর সাথেই থাকুন।

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *