বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২০

 www.eduandjobs.com
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত Master of Public Health (MPH) প্রোগ্রামে ২০২০ শিক্ষাবর্ষে ৩য় ব্যাচে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে। 



ভর্তি আবেদনের ন্যুনতম যোগ্যতাঃ

*হেলথ সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স/সাস্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রীধারী 
*ডাক্তার , ইঞ্জিনিয়ার , ডেন্টিস্টস, ব্যাচেলর অব নাসিং , ফিজিওথেরাপি এবং ৩ অথবা ৪ বৎসর মেয়াদী সমাজবিজ্ঞািন বিষয়ক 

*স্নাতকে নুন্যতম ২য় শ্রেণীতে উত্তীর্ণ/জিপিএ -২.৫ বা তদুদ্র্ধ।
*প্রোগ্রাম সম্পন্নের জন্য ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা আবশ্যক।

ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ
* বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি’র) আঞ্চলিক কেন্দ্র অথবা বাউবি’র ওয়েবসাইট https://www.bou.edu.bd/ অথবা http://www.bousst.edu.bd/ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
*  আবেদনের ফি জনতা ব্যাংকের যে কোন শাখায় এমপিএইচ প্রোগ্রামে শিরোনামে জনতা ব্যাংক, বাউবি ক্যাম্পাস শাখায় হিসাব নম্বর SND- ০১০০১২১৫৩৮৮৯৪ এর অনুকুলে অফেরতযোগ্য ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।
* আবেদনপত্র আগামী ২৬/০৪/২০২০ তারিঃখঃ পর্যন্ত নির্ধারিত স্টাডি কেন্দ্রে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা প্রদান করা যাবে।
প্রার্থী নির্বাচন/বাছাইঃ
লিখিত ও মৌখিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপুর্ণ তারিখসমুহঃ 
* আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখঃ ১৯-০৩-২০২০ থেকে ২৬-০৪-২০২০।
* মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশঃ ২৯-০৪-২০২০।
* ভর্তি পরীক্ষার (লিখিত) তারিখ ও সময়ঃ ০৮-০৫-২০২০ তারিখ সকাল ১০-১১.০০ টা।
* ভর্তি পরীক্ষার (লিখিত স্থান): প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
* ভর্তি পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশঃ ০২-০৬-২০২০।
* মেধা তালিকা থেকে ভর্তির তারিখঃ ০৪-০৬-২০২০ থেকে ২৮-০৬-২০২০ তারিখ পর্যন্ত।
* অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখঃ ২২-০৬-২০২০ থেকে ২৫-০৬-২০২০ তারিখ পর্যন্ত।
* ক্লাস শুরুর তারিখঃ ০৩-০৭-২০২০
* বিস্তারিত নিচে ইমেজ ফাইলে দেখুন…….


সবার আগে আপডেট চাকুরীর খবর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ পড়ুন www.eduandjobs.com এখানে 

About TAREK JAMAN

Check Also

অনার্স ১ম বর্ষ ভর্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ [এখানে দেখুন]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ১৯/০৫/২০২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *