বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত Master of Public Health (MPH) প্রোগ্রামে ২০২০ শিক্ষাবর্ষে ৩য় ব্যাচে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে।
ভর্তি আবেদনের ন্যুনতম যোগ্যতাঃ
*হেলথ সায়েন্স/বায়োলজিক্যাল সায়েন্স/সাস্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রীধারী
*ডাক্তার , ইঞ্জিনিয়ার , ডেন্টিস্টস, ব্যাচেলর অব নাসিং , ফিজিওথেরাপি এবং ৩ অথবা ৪ বৎসর মেয়াদী সমাজবিজ্ঞািন বিষয়ক
*স্নাতকে নুন্যতম ২য় শ্রেণীতে উত্তীর্ণ/জিপিএ -২.৫ বা তদুদ্র্ধ।
*প্রোগ্রাম সম্পন্নের জন্য ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা আবশ্যক।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলীঃ
* বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি’র) আঞ্চলিক কেন্দ্র অথবা বাউবি’র ওয়েবসাইট https://www.bou.edu.bd/ অথবা http://www.bousst.edu.bd/ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
* আবেদনের ফি জনতা ব্যাংকের যে কোন শাখায় এমপিএইচ প্রোগ্রামে শিরোনামে জনতা ব্যাংক, বাউবি ক্যাম্পাস শাখায় হিসাব নম্বর SND- ০১০০১২১৫৩৮৮৯৪ এর অনুকুলে অফেরতযোগ্য ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।
* আবেদনপত্র আগামী ২৬/০৪/২০২০ তারিঃখঃ পর্যন্ত নির্ধারিত স্টাডি কেন্দ্রে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা প্রদান করা যাবে।
প্রার্থী নির্বাচন/বাছাইঃ
লিখিত ও মৌখিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপুর্ণ তারিখসমুহঃ
* আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখঃ ১৯-০৩-২০২০ থেকে ২৬-০৪-২০২০।
* মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশঃ ২৯-০৪-২০২০।
* ভর্তি পরীক্ষার (লিখিত) তারিখ ও সময়ঃ ০৮-০৫-২০২০ তারিখ সকাল ১০-১১.০০ টা।
* ভর্তি পরীক্ষার (লিখিত স্থান): প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
* ভর্তি পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশঃ ০২-০৬-২০২০।
* মেধা তালিকা থেকে ভর্তির তারিখঃ ০৪-০৬-২০২০ থেকে ২৮-০৬-২০২০ তারিখ পর্যন্ত।
* অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখঃ ২২-০৬-২০২০ থেকে ২৫-০৬-২০২০ তারিখ পর্যন্ত।
* ক্লাস শুরুর তারিখঃ ০৩-০৭-২০২০
* বিস্তারিত নিচে ইমেজ ফাইলে দেখুন…….
সবার আগে আপডেট চাকুরীর খবর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ পড়ুন www.eduandjobs.com এখানে