বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চলতি মাসে ২ নভেম্বর ২০২২ তারিখে আবারো একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ঘোষণা করা হয়েছে। 
এটি একটি জনপ্রিয় সরকারি চাকরির সার্কুলার। আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরি করতে, আগ্রহী আছেন।
তারা এখনই চাকরির জন্য আবেদন করুন বিজিবি নিয়োগ ২০২২ সার্কুলার ব্যবহার করে।

আপনি কি বাংলাদেশ এর জন্য কাজ করতে চান। আপনি কি বাংলাদেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
তাহলে, আপনিও বর্ডার গার্ড চাকরিতে আবেদন করুন। এটি বাংলাদেশের মানুষের মাঝে, নিজেকে বিলিয়ে দেওয়া উত্তম সুযোগ।
কর্তৃপক্ষ কর্তৃক ঘোষণা করা হয়েছে, আমরা আমাদের বর্ডার গার্ড নিযোগ বিজ্ঞপ্তি। তাই আজ আমি আমাদের eduandjobs.com ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি শেয়ার করেছি। 
আপনারা চাইলে, আপনার বন্ধু-বান্ধব এর মাঝে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করতে পারেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) চাকরির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিচে দেওয়া তথ্য গুলো শেষ পর্যন্ত পড়ুন।


আবেদনের শেষ তারিখঃ ২০ নভেম্বর ২০২২


বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশ দেখতে হবে। আমি আপনার সুবিধার জন্য এখানে অফিসিয়াল বিজিবি নিয়োগ প্রস্তুত করেছি।

বিজিবি নিয়োগ সম্পর্কে, বিস্তারিত দেখুন। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আরো চাকরির খবর পড়তে চাইলে ক্লিক করুন।

আগের নিয়োগ বিজ্ঞপ্তি।

পদের নামঃ সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়সঃ


১। শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ডিজিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।


২। বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।


৩। বয়সঃ ০৫/০৪/২০২০ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর (জন্ম তারিখ ০৫/০৪/২০২০ তারিথ বা এর পূর্বে এবং ০৫/০৪/১৯৯৭ তারিখ বা এর পরে জন্ম হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য)।

 শারীরিক যোগ্যতাঃ

১।  উচ্চতা পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ

(ক) পুরুষ উচ্চতাঃ ১.৬৭৬ মিটার (৫’-৬”), উপজাতীয়দের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’৪”)

(খ) ১.৫৭৪ মিটার (৫’-২”), উপজাতীয়দের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”)

২। ওজন পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ

(ক) পুরুষ ওজনঃ ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

(খ) মহিলা ওজনঃ ৪৭.১৭৩ কেজি (১০৪পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।

৩। বুকের মাপ পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ

(ক) পুরুষঃ স্বাভাবিক ৮১.২৮ সেঃমিঃ (৩২ ইঞ্চি), স্ফীত ৮৬.৩৪ সেঃমি (৩৪ ইঞ্চি), উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেঃমিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃমিঃ (৩২ ইঞ্চি)

(খ) মহিলাঃ স্বাভাবিক ৭১.১২ সেঃমিঃ (২৮ ইঞ্চি), স্ফীত ৭৬.২০ সেঃমি (৩০ ইঞ্চি)।

৪। দৃষ্টিশক্তি পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রেঃ

(ক) পুরুষ দৃষ্টিশক্তিঃ  ৬/৬

(খ) মহিলা দৃষ্টিশক্তি ৬/৬/

*** বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে।

*** অত্র বাহিনীর জনবল হ্রাস/বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় (নিয়োগকারী কর্তৃপক্ষ) ক্ষমতা সংরক্ষণ করেন।

১। ভর্তির তারিখ ও স্থানঃ এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

২। জেলা কোটাঃ সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত।

৩। এসএমএস এর জন্য প্রযোজ্য কোডসমূহঃ রেজিস্ট্রেশনের জন্য এসএমএস করতে প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরুপঃ


(ক) এইচএসসি ও এসএসসি বোর্ড কোডঃ এসএমএস প্রেরণের সময় এইচএসসি/সমমান  এবং এসএসসি/সমমান পাসের নিম্নবর্ণিত বোর্ড কোড ব্যবহার করতে হবেঃ (সেটি নিজে ইমেজে দেওয়া হলো)।


(খ) Home District Code: এসএমএস প্রেরণের সময় নিম্নবর্ণিত Home District Code ব্যবহার করতে হবেঃ (নিচে কোর্ড ইমেজে দেওয়া হলো)।


৪। রেজিষ্টেশনঃ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১ এবং ২ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ২০ অক্টোবর ২০১৯ তারিখ ১০.০০ ঘটিকা হতে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ ২.৪০ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিষ্টেশন সম্পন্ন করতে পারবেন।

 এসএমএস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করার নিয়মাবলীঃ


*** বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপাহী (জিডি) পদে ভর্তিইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীদেরকে টেলিটকের প্রিপেইড মোবাইল মেসেজ অবশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ

BGB<SPACE>HSC BOARD KEYWORD<SPACE>HSC ROLL<SPACE>PASS YEAR<SPACE>SSC BOARD KEYWORD<SPACE>SSC ROLL<SPACE>SSC PASS YEAR<SPACE>HOME DISTIRICT CODE<SPACE>UPAZILA NAME (SEND TO 16222)

উদাহরণঃ BGB DHA 236098 2014 DHA 205699 2012 40 MIRPUR (SEND TO 16222)


*** প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণঃ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধূমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই এইচবিএস ইজ রক্ত পরীক্ষা এবং DOPE TEST পরীক্ষায় NOT DETECTED ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে পুলিশ ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। 


 ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবেঃ

১। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।


২। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি এবং এসএসসি সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।


৩। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।


৪। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের নদপত্র।


৫। চারিত্রিক সনদপত্র।


৬। সদ্য তোলা ১০ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত ব্যতীত)।


৭। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদ পত্র।


৮। জাতীয় পরীচয়পত্রের মুলকপিসহ সত্যায়িত ছায়াকবি।


৯। http:/www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গেয়ে বিজিবিতে ভর্তিইচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরম ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিথত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় সঙ্গে আনতে হবে।


বিস্তারিত নিচে ইমেজে দেওয়া হলোঃ


আবেদনের শেষ তারিখঃ ০৩ নভেম্বর ২০১৯

আমার পেজে আপডেট সরকারী/বেসরকারী চাকুরীর খবর পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। 

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *