দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Modmr Job Circular 2020

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ০৬টি পদে মোট ০৯ জনকে নিয়োগ প্রদান করা হবে।  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এই চাকরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, নির্ধারিত সাকুল্য বেতনে নিম্নবর্ণিত ৯ম গ্রেডের পদসমুহ পূরণের নিমিত্তে বাংলাদেশে নাগরিকদের নিকট হতে দরখাস্ত করার আহবান করা হলো। নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। এছাড়াও এই পেজে পাবেন আপডেট সরকারী বেসরকারী চাকরির খবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট সকল নোটিশ সাথেই থাকুন।

আবেদনের শেষ তারিখঃ ০৭ অক্টোবর ২০২০ খ্রিঃ।

১। পদের নামঃ সহকারী পরিচালক (নেটওয়ার্ক এন্ড আইটি) 
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন ম্যানেজমেন্ট অথবা সমমর্যাদাসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব)
 
২। পদের নামঃ সহকারী পরিচালক (ট্রেনিং)
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এডুকেশন, এডাল্ট লার্নিং, সোসিওলজি অথবা সমমর্যাদাসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব)
 
৩। পদের নামঃ সহকারী পরিচালক (প্লানিং এন্ড ইন্টেলিজেন্স)
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০১ ‍টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, প্লানিং, ইঞ্জিনিয়ার্রিং অথবা সমমর্যাদসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব)
 
৪। পদের নামঃ সহকারী পরিচালক (লজিস্টি এন্ড অপারশন)
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০১ ‍টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার্রিং প্ল্যানিং অথবা সমমর্যাদসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব)
 

৫। পদের নামঃ সহকারী পরিচালক (মনিটরিং এন্ড ওয়ারিং শিফট সুপারভিশন)
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০৩ ‍টি।

শিক্ষাগত যোগ্যতাঃ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার্রিং প্ল্যানিং অথবা সমমর্যাদসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব

 
৬। পদের নামঃ সহকারী পরিচালক (ফাইন্যান্স এন্ড এ্যাডমিন)
বেতন গ্রেডঃ ৩৫,৬০০/- (৯ম)
পদের সংখ্যাঃ ০২ ‍টি।

শিক্ষাগত যোগ্যতাঃ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন, একাউন্টিং অথবা সমমর্যাদাসম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি (অথবা তদুধ্ব)

 
আবেদন করতে যা লাগবে তার নিম্নরূপঃ
*** নিম্নবর্ণিত বিবরণাদি উল্লেখ করে আদেন করতে হবেঃ
প্রাথীর নাম (স্পষ্ট অক্ষরে), পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, অভিজ্ঞতা (যদি থাকে)।
 
*** আবেদন পত্রের সাথে যা কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
১. শিক্ষাগত যোগ্যদতার সকল সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি।
২. অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ছায়লিপি।
৩. সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সংযুক্ত করতে হবে।
৪. ১ম শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে।
৫. জাতীয় পরিচয় পত্র/স্মর্ট কার্ড এর সত্যায়িত ছায়ালিপি অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূলকপির ছায়ালিপি।
 
*** প্রার্থীর বয়স  ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে।
 
*** চাকুরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
 
*** পূর্বে যারা আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করা প্রয়োজন নাই।
 
*** উন্নয়নমূলক প্রকল্পে নির্ধারিত বিষয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
 
আরো বিস্তারিত জানতে চাইলে নিচের ইমেজ ফাইলটি দেখুন…..
 
আবেদন পাঠানোর প্রকৃয়াঃ প্রার্থীকে খামের উপর পদের নাম এবং আবেদনকারীর নিজ জেলার নামসহ পূর্ণ ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আবেদন পত্র আগামী ০৭-১০-২০২০ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে প্রকল্প পরিচালক, “আরবান রেজিলিয়েন্স প্রকল্পঃ ডিডিএম অংশ” শীর্ষক প্রকল্প, বাড়ী নং # ১২১, রোড নং # ২১ (ডিওএইচএস), মহাখালী, ঢাকা, এই ঠিকানায় পৌঁছাতে হবে। 
 
ডাউনলোড করুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 
সবার আগে নতুন চাকরির খবর পড়ুন এখানে…..

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *