গ্রাফিক্স ডিজাইন করে আয় [বিস্তারিত এখানে]

গ্রাফিক্স ডিজাইন করে আয় : বর্তমান সময়ে যারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখেছেন তারা গ্রাফিক্স ডিজাইন করে আয় করার বিষয়ে জানতে আমাদের এই সাইটে প্রবেশ করেছেন।
আমাদের এই পোস্টের আলোচনায় থাকছে গ্রাফিক্স ডিজাইন করে আয় করার জনপ্রিয় ও সহজ উপায় গুলোর তালিকা নিয়ে।
আপনি অনলাইনে প্রবেশ করলেই দেখতে পাবেন চোখের সামনে কত ডিজাইন না চলে আসে। এই সকল আকর্ষণীয় কারা করে জানেন কি? 
এই কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার করে থাকে। বর্তমান সময়ে শিক্ষা বিষয়ক সার্টিফিকেট এর পাশাপাশি এক-দুইটি স্কিল থাকা অনেক গুরুত্ব পূর্ণ।
কারণ আপনি যত বড় ডিগ্রিধারী হোন না কেন দিন শেষে আপনার কাজের দক্ষতা না থাকলে কোন ভাবেই সফল হতে পারবেন না।
আপনি দক্ষতা অর্জনের পাশাপাশি যদি একটু ক্রিয়েটিভিও হোন তবে কোন কথাই নেই। সফলতা আসবেই আপনার জীবনে। 
তার জন্য ক্রিয়েটিভ লোকদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজােইন করে আয় করা হতে পারে সফলতার টার্মকার্ড।
আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, বিভিন্ন কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা রাখেন আর সুন্দর সুন্দর ক্রিয়েটিভ বুদ্ধি আপনার মাথায় থাকে এবং আকর্ষণীয় রং মিশ্রণের প্রতিভা থাকে তাহলে আপনি নিজেই একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনার ডিজাইনের ভাবনা গুলো শুধুমাত্র কম্পিউটারাইজড করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন এর যে কোন সেক্টরে আপনি দক্ষতা অর্জন করতে পারলে আপনি অবশ্যই সফল হতে পারবেন।
এই কাজের জন্য নিজের ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে হবে। আপনি ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে অনলাইনে অনেক ভাল পরিমানের টাকা আয় করতে পারবেন পারবেন।

গ্রাফিক্স ডিজাইন করে আয় করার কার্যকর উপায়
গ্রাফিক্স ডিজাইন একটি বিশাল বিষয়৷ এখানে বিশাল এরিয়ায় অসংখ্য কাজ আছে যা বলে শেষ করা যাবে না।
আমি এখানে সবচেয়ে জনপ্রিয় ইফেক্টিভ কিছু কাজ গুলোর বিষয়ে জানাব। 

UI & UX গ্রাফিক্স ডিজাইন করে আয়

UI হচ্ছে কোন এপস বাহ্যিক ফেস বা আউটলুক। প্রাথমিক ভাবে এপটির একটি বাহ্যিক সৌন্দর্য যা ঐ এপস প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

যা দেখে একজন ব্যবহারকারী এপ ব্যবহার করতে আগ্রহী হবে।
অন্যদিকে UX হলো কোন একটি এপ বা একটি সফটওয়্যার কোন ব্যবহারকারী কত সহজে ব্যবহার করতে পারবে তা নিশ্চিত করে দেয়।
আপনি যদি UI এবং UX নিয়ে কাজ করেন তবে ঘরে বসে অনলাইনে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
এপস এবং ওয়েব ডিজাইন করে আয়

আপনি যদি ui/ux ডিজাইন এর মহো high Label কাজ না করে তুলনামূলক একটু কাজ করতে চান তবে এই মাধ্যম আপনার জন্য।

আপনি চাইলে বিভিন্ন কোম্পানির ওয়েব ডিজাইন করে দিতে পারেন। আমরা জানি এ সময়ে ওয়েব ডিজাইন এর কাজে অনেক চাহিদা আছে।
এছাড়া অনলাইন ব্যবসাতেও ব্যাপক বৃদ্ধি পাচ্ছে যার ফলে সকল কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করতে চায়। যাতে করে ব্যবহারকারীরা তাদের সাইটে এসে সাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। 
আপনি যদি একজন ডিজাইনার হোন তাহলে নিজের ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে ঘরে বসে প্রচুর টাকা আয় করতে পারবেন। 
ফন্ট, টেমপ্লেট গ্রাফিক্স ডিজাইন করে আয়

আপনি যদি নিজের মেধা কাজে লাগিয়ে নতুন ডিজাইন ফন্ট, টেমপ্লেট তৈরি করতে পারেন তবে সেই আপনার টাকা আয় করার পথ খুলে যাবে। 

ফন্ট ডিজাইন বর্তমানে বেশ বড় একটি ব্যবসা। আপনি যদি নতুন আঙ্গিকে কোন বর্ণ লেখার সৃজনশীলতা থাকে তবে সহজেই ফন্ট ডিজাইন করে অনলাইনে বিক্রি আয় করতে পারবেন।
বর্তমান সময়ে Etsy হচ্ছে জনপ্রিয় একটি ফন্ট ডিজাইন ওয়েবসাইট যেখানে আছে প্যাসিভ ইনকাম করার সুযোগ। এখানে আপনারা একটা ফন্ট তৈরি করে যত বার বিক্রি হবে তত বার আপনি টাকা আয় করতে পারবেন।
আপনারা বিভিন্ন ধরণের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। যেমনঃ ওয়ার্ডপেস টেমপ্লেট এর মতো বিভিন্ন ধরণের থিম তৈরি করে বিক্রি করার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
অনলাইনে অনেক ধরণের সাইট আছে যে গুলোর মাধ্যমে টেমপ্লেট বিক্রি করা যায়।

লোগো ডিজাইন করে আয়

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে জনপ্রিয় কাজ হলো লোগো ডিজাইন করে আয়।

এই কাজের প্রচুর চাহিদা রয়েছে। এ সময়ে বিভিন্ন কোম্পানির জন্য লোগো প্রয়োজন পরে আপনি যদি তাদের জন্য ভালো ভালো লোগো ডিজাইন করে প্রস্তুত করতে পারেন তবে এমন অনেক কোম্পানি আছে যারা একটি লোগো ১০০ ডলার দিয়ে কিনতে আগ্রহী থাকে।
আপনি লোগো ডিজাইন এর কাজ করে আয় করতে চাইলে ফ্রিল্যান্সার ডট কম সাইটে আপনি লোগো ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় ার
তে পারবেন। 
ফিক্স ডিজাইন এর সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে টি-শার্ট ডিজিটাল। 
টি-শার্ট ডিজাইন এর চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি দেশে বিদেশি বিভিন্ন কোম্পানির টি-শার্ট ডিজাইন করে বিক্রি করতে পারবেন।
টি-শার্ট ডিজাইন বিক্রি করার জনপ্রিয় ওয়েবসাইট হলো Redbubble, Threadless, Teespring ইত্যাদি।

ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইন করে আয়

আমাদের উপরের আলোচনায় যত গুলো কাজের কথা বলেছি সেই কাজ আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে প্রবেশ করে আয় করতে পারবেন।
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়া যায় এমন কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো-

  • Freelancer.com
  • Upwork.com
  • Fiverr.com
  • Guru.com

আমাদের শেষ কথা :

আপনাকে এই নিবন্ধে জানানো হলো গ্রাফিক্স ডিজাইন করে আয়।
আমরা যে সকল কাজ আপনাকে জানিয়েছি সেগুলো করতে পারলে আপনি অনেক ভালো পরিমানের টাকা আয় করতে পারবেন।

About TAREK JAMAN

Check Also

বাংলালিংক বন্ধ সিম অফার [এখানে দেখুন]

বাংলালিংক বন্ধ সিম অফার : বর্তমান সময়ে- আমরা অধিকাংশ মোবাইল ইউজাররা বাংলাদেশ থেকে বাংলালিংক সিম ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *