Google Chrome Extensions : বর্তমান সময়ে যারা ইন্টারনেট ব্যবহার করে তারা সকলেই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকে।
অনেকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন কিন্তু গুগল ক্রোমে কি ধরনের এক্সটেনশন ব্যবহার করে আপনারা লাভজনক হতে পারবেন সে বিষয়ে কেউ ধারণা রাখেন না। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে বেশি সুবিধা ভোগ করতে চান?
তাহলে গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করে আপনারা অনেক লাভজনক হতে পারবেন?
আমরা জানি গুগল ক্রোম ব্রাউজার এখন যেকোন স্মার্ট মোবাইল ফোন গুলোতে এবং কম্পিউটার ল্যাপটপ গুলোতে সহজেই ব্যবহার করা যায়।
আপনি যদি এই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তবে এটির অনেক প্রকার এক্সটেনশন রয়েছে।
যে এক্সটেনশন গুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের অনলাইন কাজ করতে পারবেন।
যেমন- আপনাকে সহজ ভাবে একটি কথা বলে রাখি গুগল ক্রোমের একটি জনপ্রিয় এক্সট্রানশন নাম হচ্ছে স্কিনসট।
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে এই গুগল ক্রোম এক্সটেনশন আপনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বর্তমান সময়ে ব্লগিং করার জন্য আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে সে সকল স্ক্রিনশট আমরা অনলাইনের মাধ্যমে শট ব্যবহার করে যে, কোন শট নিতে পারবেন। extension
 |
গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করার উপায় extension |
জনপ্রিয় কিছু গুগল ক্রোম এক্সটেনশন
আপনি যদি অনলাইনে একজন ব্লগার হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনার গুগল ক্রোমের বিশেষ কিছু chrome-extension ব্যবহার করার প্রয়োজন পড়বে। যেমন-
- What’s myserp extension
- microphone extension
- VPN extension
- screenshot extension
- simple copy to text extension
আপনি উক্ত এক্সটেনশন গুলো কাজে লাগিয়ে অনেক সহজ ভাবে অনলাইনে কাজ করতে পারবেন। আমরা এই ৫ টি এক্সটেনশন এর কাজ গুলোর বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেস্টা করব।
what’s my sharp extension
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি Whatsmyserp Extension ব্যবহার করে অনেক লাভজনক হতে পারবেন। extension
মনে করুন আপনি একজন ব্লগার আপনার সাইটে আর্টিকেল লেখার জন্য অনেক কিওয়ার্ড খোজে থাকেন। আমরা জানি একটি ব্লগ এর মূল উদ্দেশ্য হলো আর্টিকেল পাবলিশ করা।
আপনি যদি টাকা আয় করার জন্য আর্টিকেল লিখেন তাহলে আপনাকে অবশ্যই কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে।
আর সেই কিওয়ার্ড রিচার্স এর অপশন পেয়ে যাবেন Whatsmyserp extension এর মাধ্যমে।
আপনি এই গুগল ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে সহজে যে কোন কিওয়ার্ড বাছায় করে নিতে পারবেন।এই গুগল ক্রোম এক্সটেনশন একদম বিনামূল্যে ব্যবহার করা যায়।
আপনি যে বিষয় নিয়ে ব্লগে আর্টিকেল লিখবেন সেই বিষয়ে একটি কিওয়ার্ড সার্চ করলে আপনি সার্চ ভলিওম এবং অনেক গুলো কিওয়ার্ড পেয়ে যাবেন।
সেই সকল কিওয়ার্ড ব্যবহার করে আপনি সহজেই অনেক সুন্দর করে আর্টিকেল পাবলিশ করতে পারবেন।
কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে Whatsmyserp extension যুক্ত করবেনঃ
তারপরে আপনি একটি বক্স দেখতে পারবেন নিচে দেওয়া ছবির মতোঃ
আপনি সেই অপশনটির ডান পাশে দেখতে পারবেন লেখা আছে Extension সেখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে বলা হবে একটি জিমেইল একাউন্ট দিতে এবং পাসওয়ার্ড দিতে।
আপনি সাথে সাথে জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। সাথে সাথে আপনার গুগল ক্রোম এক্সটেনশন হিসেবে Whatsmyserp যুক্ত হয়ে যাবে। আশা করি আপনি সহজ ভাবে এই কাজটি করতে পারবেন।
বর্তমান সময়ে আমরা যারা ব্লগিং করে অনলাইন আয় করি। তারা কিন্তু আর্টিকেল পাবলিশ করে আয় করি। আমাদের মধ্যে অনেক ব্লগার আছে যারা বাংলা ব্লগ এবং ইংরেজি ব্লগ তৈরি করেছে।
সেই সকল ব্লগে আর্টিকেল টাইপিং করে পাবলিশ করে। এমন অনেক লোক আছে যারা অনলাইনে বাংলা ও ইংরেজি টাইপিং করতে পারেন না।
তাই আপনি যদি সহজেই আপনার ব্লগে বাংলা ও ইংরেজি হাতে টাইপ না করে ভয়েজ টাইপিং করেন তাহলে অনেক সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে আপনার ব্লগে আর্টিকেল লিখতে পারবেন।
ভয়েজ টাইপিং করার জন্য আপনাকে অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করতে হবে।
আর চিন্তার কোন কারণ নেই আপনার কাছে যদি মাইক্রোফোন না থাকে তাহলে এয়ারফোন, হেডফোন ব্যবহার করে আপনি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন।
গুগল ক্রোম ব্রাউজারে জনপ্রিয় একটি এক্সটেনশনের নাম হলো Microphone Extension. আপনি যদি ভয়েজ টাইপিং করে আর্টিকেল লিখতে চান তাহলে আজই এই এক্সটেনশন ব্যবহার করুন।
কিভাবে মাইক্রোফোন এক্সটেনশন extension যুক্ত করবেনঃ
তারপরে নিচে দেওয়া একটি ছবি দেখতে পারবেন সেই ছবির ডান পাশে এক্সটেনশনে ক্লিক করবেন।
তারপরে আপনার একটি জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনি ধাপে ধাপে সেই তথ্য গুলো পূরণ করবেন।
আপনার যখন উক্ত কাজ গুলো সম্পন্ন হবে তখন আপনার পিসিতে একটি মাইক্রোফোন বা এয়ারফোন কিংবা হেডফোন লাগিয়ে ভয়েজ কথা বলে টাইপিং করতে পারবেন।
আশা করি আপনি বুঝতে পারবেন গুগল ক্রোম এক্সটেনশন এর জন্য জনপ্রিয় মাধ্যম ভয়েজ টাইপিং।
VPN extension
আপনি যদি গেম খেলতে পছন্দ করতে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিপিএন এর সাথে পরিচিত। আর যদি পরিচিত না থাকেন তবে আমরা পরিচয় করিয়ে দেব।
ভিপিএমন এক্সটেনশন এমন একটি গুরুত্বপূর্ণ গুগল ক্রোম এক্সটেনশন যা আমাদের ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি জনপ্রিয় মাধ্যম।
মনে করুন আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু আপনি আপনার পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চান।
সেক্ষেত্রে আপনি ভিপিএন এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।
ভিপিএন এক্সটেনশন ব্যবহার করলে আপনি যে কোন দেশের আইপি এড্রেস নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
যেমন- আপনি যদি বাংলাদেশ থেকে বসে সৌদিআরব এর ইন্টারনেট সংযোগ পেতে চান তাহলে আপনি ভিপিএন ব্যবহার করে এই সুযোগটি পাবেন।
আপনি গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন ধরণের ভিপিএন যুক্ত করতে পারবেন তার মধ্যে আমরা একটি জনপ্রিয় ভিপিএন দেখাব।
কিভাবে ভিপিএন এক্সটেনশন extension যুক্ত করবেনঃ
প্রথমে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করে টাইপ করতে হবেঃ Touch Vpn.
তারপরে নিচে দেওয়া একটি ছবি দেখতে পারবেন সেই ছবির ডান পাশে Add to Chrome ক্লিক করবেন।
তারপরে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সহজেই ফ্রিতে ভিপিএন ব্যবহার করতে পারবেন। যে কোন দেশে থেকে আপনি আপনার প্রিয় দেশে সিলেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
screenshot extension
আপনি যদি স্ক্রিনশট গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে চান তাহলে আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
এই এক্সটেনশন ব্যবহার করে আপনার প্রয়োজনীয় যে কোন চিত্র স্ক্রিনশট নিয়ে আপনার প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন।
যেমন- আপনি যদি ব্লগিং করে থাকেন তাহলে আপনার অনেক স্ক্রিনশট দরকার পরবে।
আপনি যখন কোন আর্টিকেল লিখবেন আর্টিকেল রিলেটেড কিছু ছবির প্রয়োজন পড়বে সেই ছবি গুলো আপনি সরাসরি অনলাইনে স্ক্রিনশট নিতে পারবেন।
কিভাবে স্ক্রিনশট এক্সটেনশন extension যুক্ত করবেনঃ
প্রথমে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করে টাইপ করতে হবেঃ Lightshot (screenshot tool).
তারপরে নিচে দেওয়া একটি ছবি দেখতে পারবেন সেই ছবির ডান পাশে Add to Chrome ক্লিক করবেন।
simple copy to text extension
আমরা সর্বশেষ যে গুগল ক্রোম এক্সটেনশন দেখাব এটি অনেক জনপ্রিয় এক্সটেনশন। মনে করুন আপনি অনলাইনে ব্লগিং করেন সেখানে বিভিন্ন ওয়েবসাইট সাইট আছে।
সেই সকল ওয়েবসাইট আপনার প্রতিযোগি।
আপনার সেই প্রতিযোগি সাইট যদি কপি পেস্ট অবশন বন্ধ করে দেয়। আপনার প্রয়োজনীয় তথ্য গুলো কপি করে নিতে পারবেন না।
আপনি যদি সেই কপি পেস্ট বন্ধ সাইট থেকে প্রয়োজনীয় কিছু লেখা কপি করতে চান তাহলে আপনি Simple copy to text এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।
কিভাবে কপি টু টেক্সট এক্সটেনশন extension যুক্ত করবেনঃ
তারপরে নিচে দেওয়া একটি ছবি দেখতে পারবেন সেই ছবির ডান পাশে Add to Chrome ক্লিক করবেন।
আমাদের শেষ কথাঃ
আমাদের এই পেজে আপনাদের সাথে আলোচনা করা হলোঃ গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করার উপায়।
আপনি যদি এই গুগল ক্রোম এক্সটেনশন গুলো ব্যবহার করেন তবে অনেক সুবিধা ভোগ করতে পারবেন।
আপনার পিসিতে আজই এই গুগল ক্রোম এক্সটেনশন গুলো যুক্ত করে নিন। আর আপনার বন্ধুদের এই এক্সটেনশন গুলো ব্যবহার করার সুযোগ দিন পোস্ট টি শেয়ার করে।
আমাদের এই সাইট থেকে নিয়মিত জনপ্রিয় সকল আপডেট টিপস এন্ড ট্রিক্স গুলো জনতে ভিজিট করুন ধন্যবাদ।