কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন]


আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা। আশা করি ভালো আছেন। 

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, কি ভাবে ব্লগিং করে টাকা উপার্জন করবেন এবং কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়।

সময় নষ্ট না করে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। 

আমরা আপনাকে এখানে দেখাবো কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় এবং কোন প্লাটর্ফমের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় সেই সম্পর্কে।

অনলাইনে ফ্রি সাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা আয় করতে চাইলে আমার এই পেজের পুরো লেখা মনযোগ সহকারে পড়ুন।

ব্লগার কি?

ব্লগার শব্দটির ইংরেজি শব্দ Blogger এটিকে বলা হয়  অনলাইন ব্যক্তিগত ওয়েবসাইট। 

এটি গুগলের ফ্রি ব্লগার প্লাটফর্ম। এটি তৈরি করতে কোন টাকা খরচা লাগে না। 

ব্লগার ওয়েবসাইটে প্রতিনিয়ত আর্টিকেল যুক্ত করেন আর পাঠকরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। 

এছাড়াও বর্তমান যুগে ব্লগার অনলাইন পত্রিকার মাধ্যম হয়ে উঠছে। 

কারন এখনকার সময়ে মানুষ পত্রিকার কাগজ ক্রয় করে পড়েন না, তারা গুগলে সার্চ করে প্রয়োজনীয় তথ্য পড়েন।  

ব্লগারে প্রতিদিন নতুন সব খবর পোস্ট করা যায়। এখানে আনলিমিটেড পোস্ট করা যায় কারন এই প্লাটফর্ম একদম ফ্রি। উক্ত বিষয় গুলোকে বলা হয় ব্লকিং/ব্লগার।

কিভাবে ব্লগারে ব্লগিং শুরু করবেন? 

আপনি হইতো ভাবছেন যে, ফ্রিতে কি করে ওয়েবসাইট হবে? 

আমি বলবো হ্যাঁ এটা একদম সত্য ফ্রিতে আপনার মনের মতো সাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। 

আমার নিম্নে উল্লিখিত আর্টিকেল গুলো ভালভাবে কিছু সময় ব্যয় করে হলেও পড়ুন এতে সফলতা অর্জন করতে পারবেন ১০০%।

ব্লগিং শুরু করার আগে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি কোন ভাষায় সাইট তৈরি করবেন। 

ইংরেজি সাইট নাকি বাংলা সাইট এটা আপনার একান্ত সিদ্ধান্ত।

এছাড়া আপনাকে আরো ভাবতে হবে আপনি কি বিষয় নিয়ে সাইটে কাজ করবেন। 

বাংলাদেশে অনেক সাইট আছে তারা চাকরির খবর, শিক্ষা বিষয়ক, খেলা ধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি নিয়ে সাইটে কাজ করে। 

উক্ত যে বিষয় নিয়ে আপনি ভালো বুঝেন ভালো জ্ঞান আছে সে বিষয় নিয়ে কাজ করতে পারবেন। 

আরো পড়ুনঃ 


কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়

নিজের মালিকানায় একটি ব্লগ সাইট তৈরি করতে কোন প্রকার টাকা পয়সা ব্যয় করতে হবে না। 

বিনা মূল্যে তৈরি করতে পারবেন আপনার মনের মতো একটি ওয়েব সাইট। 

আপনি যদি ব্লগিং শুরু করতে চান? তাহলে শুরুতে অবশ্যই আপনার নিচের জিনিস গুলো অতন্ত প্রয়োজন।

প্রথমত, আপনার কাছে থাকতে হবে- স্মার্ট মোবাইল ফোন, ট্যাব, লেপটপ অথবা কম্পিউটার প্রয়োজন।

২য়ত, আপনার ওয়াই-ফাই বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

৩য়ত, আপনার ব্যক্তিগত ইমেইল একাউন্ট থাকতে হবে। 

৪র্থত, বাংলায় আর্টিকেল লেখার জন্য বাংলা কি বোর্ড থাকতে হবে। 

উক্ত জিনিস গুলো থাকলে ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন।

ডুমেইন কিঃ আমি জানি এটি হলো সাইটের নাম, ওয়েবসাইট পরিচিত করার একটি মাধ্যম। 

যেমন প্রতিটি মানুষের  নাম আছে নামের কারনে মানুষ পরিচিতি লাভ করে। 

এভাবে সাইটের নাম নির্ধারিত থাকলে লোকের কাছে পরিচিত হবে। 


একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজটি হলোঃ ব্লগার ক্রিয়েট করার জন্য আপনার সাইটের নাম। 

যেমন edujscircular.blogspot.com এ রকম নাম দিতে হবে আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সে বিষয়ে নাম দিবেন। 

উক্ত সাব ডুমেইন নাম আমার চাকরি ও শিক্ষা বিষয়ক ফ্রি ওয়েবসাইট।

হোস্টিং কিঃ এটিকে বলা হয় সাইটের জায়গা। যেমন আপনার একটি জমি আছে সেখানে ফসল ফলাবেন কতটুকু জায়গায় ফলাবেন তা নিশ্চিত করতে হয়। তেমনি সাইটের জায়গাকে বলা হয় হোস্টিং।

ব্লগারে কোন হোস্টিং সার্ভিস প্রয়োজন হয় না?

ডুুুুমেইন নাম নির্বাচন করার পর একটি ভালো মানের হোস্টিং সার্ভিস ক্রয় করতে হয় কিন্তু ব্লগে আনলিমিটেড জায়গায়। 
তাই হোস্টিং সার্ভিস ক্রয় করার কোন প্রয়োজন নেই। কারণ ব্লগারে ১০ জিবি হোস্টিং ফ্রি।


ব্লগার ওয়েবসাইটে ফ্রি থিম ডিজাইন?

ব্লগার সাইট সাব ডুুমেইন দিয়ে ক্রিয়েট করার পর ফ্রি থিম ডাউনলোড করে ডিজাইন করতে হবে।
কারন থিম ডিজাইন করলে সাইটের সুুুুন্দরযতা দেখে ভিজিটর বৃৃৃদ্ধি পাবে।


ওয়েবসাইটে আর্টিকেল লিখা ও পোস্ট করার নিয়ম  

আপনার ব্লগারে একটি নির্দিষ্ট বিষয় এর উপর  ভিত্তি করে আর্টিকেল লিখবেন এবং সে গুলো উক্ত ব্লগে পাবলিশ করবেন।

আর্টিকেল লিখা ও পোস্ট পাবলিশ করার নিয়ম

আপনি ব্লগে যে বিষয় নিয়ে লিখবেন সেখানে ওয়ার্ডের উপর গুরুত্ব দিতে হবে যেমনঃ প্রতিটি পোস্ট বড় করে লিখার চেস্টা করবেন ও ১০০০-২০০০ টি ওয়ার্ড লিখবেন। 

আপনার ব্লগে সর্বনিম্ন ওয়ার্ড লিখতে হবে ২৫০ টি। কারন ওয়ার্ডের উপর ভিত্তি করে গুগল আপনাকে রেং দিবে গুগলের পাতায়। 

আপনার সাইটে যখন ৩০-৫০ টি পোষ্ট পাবলিশ করবেন তখন থেকে আপনার ইনকাম শুরু হবে গুগল এডসেন্স থেকে এবং এডসেন্সে আবেদন করলে এপরুপ পাবেন সহজেই।

আর্টিকেল  লিখার সময় অবশ্যই তথ্যবহুল বিষয়ে  উপস্থাপন করতে হবে। 

ব্লগে আর্টিকেল পাবলিশ করার পর সে গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে।

এর জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় একাউন্ট থাকতে হবে। 

আপনি সেখানে ওয়েবসাইট এর যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করাবেন সেটিকে লিংক তৈরি করে  ফেসবুক, টুইটার, গুগল+++ ইত্যাদি গুলোতে পোস্ট করে অনেক অনেক ভিজিটর সাইটে নিয়ে আসতে পারবেন। 

প্রতিটি ওয়েবসাইটের প্রান ভিজিটর। আপনার সাইটে যত ভিজিটর আসবে তত বেশি আপনার টাকা উপার্জন হবে। 

নিচের প্লাটফর্মটি হলো ব্লগার। এই সাইটে গিয়ে আপনার ব্লগার একাউন্ট তৈরি করতে পারবেন। নিচে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তৈরি করতে পারবেন।

Click the free website below…

ক্লিক করুনঃ ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে দেখুন…

ব্লগার সাইটের ড্যাশবোর্ড সমুহের কাজ উপস্থাপন করা হলো। 

প্রথমে যে New post লেখাটি আছে সেখানে ক্লিক করে নতুন আর্টিকেল লিখতে পারবেন।
আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয় শিরোনাম যেমন চাকরির খবর দিয়ে আর্টিকেল লিখা শুরু করবেন। 
তার পর যে বিষয়ের উপর ভিত্ততি করে লিখেন তার উপর লেভল তৈরি করুন।


তার পর Permalink তৈরি করুন আর্টিকেলের উপরে লিংক দিতে হবে যেমন  job-circular এই ভাবে।

তার পর Search Disposition এখানে আপনার আর্টিকেল এর ভিত্তিতে ১৫০ অক্ষরের সুন্দর ভাষা লিখুন।

সব কিছু সাজানো ও আর্টিকেল লিখা শেষ হলে শিরোনামের ডান পাশে পাবলিশ বাটনে ক্লিক করুন। 

হয়ে গেলো আপনার একটি পোস্ট। যা গুগলে মানুষ সার্চ করলে তথ্য পেয়ে যাবে আপনার সাইটের মাধ্যমে।

Post– এর মাধ্যমে দেখতে পারবেন আপনার ব্লগে কইটি পোস্ট আছে এবং কোন আর্টিকেলে কত ভিজিটর দেখেছে।

Stats– এর মাধ্যমে আপনার ব্লগে দিন, সপ্তাহ, মাসে কোন পোস্টে কত জন ভিজিটর আসে তা দেখতে পারবেন।

Comments– এর মাধ্যমে জানতে পারবেন আপনার কোন পোস্টে কোন কোন ভিজিটর কমেন্ট করেছে। 

Earnings– এর মাধ্যমে আপনার ব্লগ সাইটটি গুগলের এডসেন্সে টাকা আয়ের জন্য অনুমতির জন্য আবেদন করতে পারবেন। 

Pages– এর মাধ্যমে আপনার ব্লগ সাইটের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবেন যেমন About, Contact, সাইটের  শর্ত ইত্যাদি সেটিং করতে পারবেন।

Layout– এর মাধ্যমে আপনার সাইটের প্রয়োজনীয় সেটিং করতে পারবেন যেমন সাইটের লগু, সাইটের মেনু, জাভাস্ক্রিপ্ট তৈরি করতে পারবেন।

Theme– এর মাধ্যমে আপনার সাইটের থিম ডিজাইন করতে পারবেন। 

এছাড়া ডাউনলোড করা আপনার থিম সেট করতে পারবেন এবং Html এর কাজ করতে পারবেন।
Settings- এর কাজ নিম্নে উল্লেখ করা হলো-

Basic, Title হলো আপনার সাইটের নাম দিতে হবে যেমন। আমার সাইটের নাম Education and Jobs এরকম নাম দিতে হবে আপনি যে বিষয়ে কাজ করবেন সে বিষয়ের উপর।

Description– এর মাধ্যমে আপনার সাইটের উপর ভিত্তি করে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখেন সে বিষয়ের উপর সংক্ষিপ্ত  লিখুন।
Blog language– এর মাধ্যমে ভাষা সেট করতে পারেন ইংরেজি বা বাংলা আপনার পছন্দমতো।
Favicon– এর মাধ্যমে আপনার সাইটের টাইটেলের সাথে যে কোন ছবি যুক্ত করতে পারবেন।
Privacy– visible to search engines বাটন চালু করে দিন। তাহলে আপনার সাইট গুগলে সার্চ করলে পাওয়া যাবে।
Https- Https availability বাটন চালু করুন। এর ফলে আপনার সাইট edujscircular.blogspot.com লিখলেই চলে আসবে আর যদি https of থাকে তাহলে https://edujscircular.blogspot.com 
Posts, Max posts shown on min page এর মাধ্যমে আপনার সাইটে প্রথম পাতায় যে কইটি পোস্ট রাখতে চান তা নিশ্চিত করতে পারবেন যেমন ১০-১৫ টি। 
Meta tags, Enable search description, search description বাটন চালু করুন। এর ফলে আপনার সাইট মানুষের কাছে ও গুগলের কাছে পরিচিত হবে যে, আপনি কি বিষয়ে কাজ করেন। 
সংক্ষিপ্ত ভাবে আর্টিকেল লিখুন যেমন আমাদের পেজে ”চাকরির খবর ও শিক্ষা বিষয়ক আপডেট পোস্ট করা হয়”। এরকম দিবেন। 
Errors and redirects, Custom 404- হলো আপনার সাইটে কোন পোস্ট যদি ডিলিট করে দেন বা কোন সমস্যা হয় সেজন্য 404 পেজ হয়ে যায়। এটা ঠিক করা যায়, আপনার যে সাইট 404 হয় সেই লিংকটি কপি করে Errors and redirects, Custom 404 অপশনে পেস্ট করুন তাহলেই ঠিক হবে।
Crawlers and indexing– Enable custom robots.txt বাটন চালু করুন। Custom robots.txt বক্সে User-agent: Disallow: /search Allow: / Sitemap: https://updatebdnewsall.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
আপনার সাইটের নাম লিখুন উক্ত লেখা অনুসরণ করে। এটি করলে আপনার সাইট গুগলের পাতায় স্থান পাবে।
Enable custom robots header tage বাটন চালু করুন। 
তাররপর Home page tags- all, noodp বাটন চালু করুন।
তারপর Archive and search page tags– noindex, noodp বাটন চালু করুন।
তারপর Post and page tags– all, noodp বাটন চালু করুন।
Google search console- এর মাধ্যমে আপনার সাইটের url দিয়ে সাবমিট করাতে হবে এবং আপনার ব্লগ পোস্টের লিংক প্রবেশ করিয়ে ইন্ডেক্সিং করাতে পারবেন। গুগলের প্রথম পাতায়।  
এডসেন্সে যুক্ত ও আবেদন করার পদ্ধতি

উপরে কাজ গুলো সম্পন্ন করার পর যখন আপনার ব্লগে অনেক সংখ্যাক যেমন ১০০০-২০০০ হাজার ভিজিটর প্রবেশ শুরু হবে।
তখন আপনি গুগল কোম্পানি এডসেন্স এর জন্য আবেদন করবেন। 
তারপর উক্ত এডসেন্স আপনার ব্লগ ওয়েবসাইটের সাথে যুক্ত করে সেখান থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা আয় করতে পারবেন। 


পরিশেষেঃ 

আশা করি ব্লগিং কি? ফ্রি ব্লগার  ওয়েবসাইট তৈরি করার সকল পদ্ধতি বুঝতে পেরেছেন।

কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন] কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন] কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন] কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন] কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় [এখানে দেখুন]

উক্ত বিষয় সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে নিচে  দেয়া কমেন্ট বক্সে সহজ মতামত করুন আমরা যত তারা তারি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিবো।