কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি [Cbc Job Circular 2021]

 

কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ 

কাস্টমস বন্ড
কমিশনারেট চট্টগ্রামের অধীনে
নিম্নোক্ত রাজস্ব
খাতভুক্ত শূন্য
পদসমূহ পূরণের নিমিত্তে বর্ণিত
শর্তপূরণ সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এ দরখাস্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
 

আপনার
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ
বিজ্ঞপ্তি ছাড়াও এই পেজে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ এবং সকল সরকারী বেসরকারী
চাকরির খবর সংগ্রহ করতে পারবেন।
 

আবেদন
এর শেষ তারিখ :

আগামী

১৫০২২০২১ খ্রি: তারিখ বিকাল :০০ ঘটিকা পর্যন্ত।
 

১. পদের নাম : উচ্চমান সহকারী
পদ
সংখ্যা : ০৪ (চার) টি।
শিক্ষাগত যোগ্যতা : কোন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
স্নাতক
ডিগ্রী।
বেতন
স্কেল :
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
 

২. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা
: ০১
(এক)
টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা
সমমানের শিক্ষাগত যোগ্যতা।
কম্পিউটার যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার সাঁটলিপিতে ইংরেজী

বাংলায় যথাক্রমে ১০০

৭০
শব্দের
গতি
সম্পন্ন থাকে
হবে
এবং
কম্পিউটার টাইপিং

প্রতি
মিনিটে
ইংরেজীতে ৩০
বাংলায় ২৫ শব্দের
গতি
সম্পন্ন থাকতে
হবে।
বেতন
স্কেল :
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
 

৩. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদ
সংখ্যা : ০১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা
সমমানের শিক্ষাগত যোগ্যতা।
কম্পিউটার যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে,
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা
এন্ট্রি
টাইপিং
ইত্যাদি সর্বনিম্ন গতি
বাংলায় প্রতি
মিনিটে ২০ শব্দ
এবং
ইংরেজিতে প্রতি মিনিটে
২৫
শব্দ।
বেতন
স্কেল :
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

৪. পদের নাম : ড্রাইভার

পদ
সংখ্যা : ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম
শ্রেণী
পাস।
অভিজ্ঞতা ও যোগ্যতা : ড্রাইভিং লাইসেন্সসহ তিন
বছরের
এবং অভিজ্ঞতা সম্পন্ন থাকতে
হবে।
বেতন
স্কেল :
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদন এর যাবতীয়
তথ্য
অফিসিয়াল ওয়েবসাইটwww.cbc.gov.bd
তে আপনার আবেদন সকল তথ্য পাওয়া যাবে।

আবেদন
পত্রের
যাবতীয় কাগজ পত্র ১ম
শ্রেণির
গেজেটেড
কর্মকর্তা
কর্তৃক
সত্যায়িত
নিম্নোক্ত
কাগজ
পত্র সমূহ
যুক্ত করতে
হবে
যেমন
:

১.
আবেদনকারী প্রার্থীর সদ্য তোলা ০৪ (চার) কপি পাসর্পোট সাইজের ছবি। (সত্যায়িত)

২.
আবেদনকারী প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূলসাময়িক সনদপত্র সত্যায়িত, (গেজেটেড
 কর্মকর্তার নাম
পদবী সহ সিল)

৩. আবেদনকারী
প্রার্থীর অবশ্যই
গেজেটেড অফিসার হতে চারিত্রিক সনদপত্র
সংগ্রহ করতে হবে।

৪. আপনার নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার
মেয়র, কাউন্সিলর,
সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর
এর নিকট হতে নাগরিকত্ব জাতীয়তা
সনদ পত্র সংগ্রহ করতে হবে।

৫. জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের
সত্যায়িত ফটোকপি।

আপনার যাতীয় শিক্ষাগত সনদ পত্র, স্থায়ী বাসিন্দা নাগরিকত্বের সনদ
পত্র
ভুয়া বা জাল
প্রমাণ হলে আবেদনকারীর আবেদন নিয়োগ পত্র সরাসরি বাতিল করা হবে।


এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২১ পেতে ক্লিক করুন 

 

কাস্টম’স বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন করার উপায়

 

আবেদনকৃত প্রার্থীর স্বাক্ষর যুক্ত আবেদন পত্র আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রি: তারিখ বিকাল :০০ টার
মধ্যে নিম্নোক্ত ………..

বরাবর,

কমিশনার,

কাস্টমস বন্ড কমিশনারেট,

চট্টগ্রাম  দপ্তর।

নাম : ……………… পিতার নাম : …………মাতার নাম : …………স্থায়ী
ঠিকানা : ………..বর্তমান ঠিকানা : ………….বৈবাহিক
অবস্থা : ……জন্ম তারিখ :
……..বয়স (১৫-০২-২০২১  খ্রি: তারিখে) 
বয়স : …… মাস……..দিন : ……..নিজ জেলা :
…….শিক্ষাগত যোগ্যতা : ……পরীক্ষার
নাম: …….পাশের বছর: ……বিগাভ/শ্রেণি/গ্রেড
: ………..বোর্ড/বিশ্ববিদ্যালয় : ……অভিজ্ঞতা :
………ট্রেজারী চালান নম্বর: ………..ব্যাংক শাখার নাম :
…………………।

পূরণ করে আগামী ১৫ ফেব্রুয়ারির
মধ্যে পৌঁছাতে
হবে।
অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে।


সম্পর্কে কোন আপত্তি গ্রহণযোগ্য
হবে
না। নির্দিষ্ট তারিখ সময়ের পর কোন আবেদন
পত্র
গ্রহণ করা হবে না।

উক্ত
নিয়োগের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে থাকতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

 

সরকারী নিয়োগের বিধি বিধান অনুযায়ী সকল কোটা যথা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পোষ্য, মহিলা, উপজাতি, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী যথাযথ ভাবে অনুসরণ করা হবে।




নতুন চাকরির খবর পেতে এই পেজে দৃষ্টি রাখুন প্রতিদিন… ধন্যবাদ সকল দর্শকগণ।

About TAREK JAMAN

Check Also

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক www.badc.gov.bd-এ প্রকাশ করেছে।  তরুণ প্রজন্ম এবং চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *