আমরা জানি অধিকাংশ মানুষ এখন বিভিন্ন ধরণের ডিভাইস ব্যবহার করে থাকে। তার মধ্যে বেশি অংশ মোবাইল ইউজার আর বাকি অংশ কম্পিউটার ইউজার।
বর্তমান সময়ে যারা ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজ গুলো সম্পাদন করে। তারা কিন্তু বেশির ভাগ সময় কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে কাজ করে।
আমরা যখন কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরণের কাজ করি। তখন আমাদের কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পরে।
আর্টিকেল সূচিঃ
- কম্পিউটার স্ক্রিন শট কি?
- ইউনডোজ ভিত্তিক কম্পিউটার স্ক্রিনশট কিভাবে নিতে হয়?
- যে ৩ টি মাধ্যমে আপনি কম্পিউটারে স্ক্রিন শট নিবেনঃ
- ১। Snipping Tools | এর মাধ্যমে কম্পিউটারে স্ক্রিন শট
- ২। Short Cut Key | এর মাধ্যমে কম্পিউটার স্ক্রিন শট
- ৩। Skitch | এর মাধ্যমে কম্পিউটার স্ক্রিন শট
- আমাদের শেষ কথাঃ
তাই আমাদের এই পেজে আপনাদের সাথে আলোচনা করব। কম্পিউটারে Windows7, 8, 10 গুলোতে কিভাবে স্ক্রিনশট নিতে হয়।
আপনি কম্পিউটারে যখন গুরুত্বপূর্ণ কাজ মানে ওয়েবসাইটের কাজ করবেন। তখন একটি আর্টিকেল লেখার জন্য বিভিন্ন ধরণের ছবি আপলোড করতে হয়।
আরও দেখুনঃ
আপনি সেই ছবি গুলো তৈরি করতে পারেন না। সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলেই। আপনার প্রয়োজনীয় ছবি সমূহ পেয়ে যাবেন।
গুগল থেকে ছবি গুলো যদি আপনি ডাউনলোড করে আপনার সাইটে আপলোড করেন। তাহলে কিন্তু আপনার সাইট কপি রাইট হিসেবে গণ্য হবে। সে জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার স্কিন শট নিতে হবে।
আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানাব কম্পিউটার স্ক্রিন শট, নেওয়ার সফটওয়্যার কোন গুলো ব্যবহার করে আপনি সহজেই যে, কোন শট নিতে পারবেন।
কম্পিউটার স্ক্রিন শট কি?
কম্পিউটার স্ক্রিন শট হচ্ছে- কোন ছবি বা লেখা আপনার যদি প্রয়োজন পরে সেটি আপনি কম্পিউটার এর মাধ্যমে মোবাইল এর মতো স্ক্রিন শট নিয়ে কাজে লাগাতে পারবেন।
আপনি যে জিনিস স্ক্রিন শট নিবেন। সেটি আপনি ছবি আকারে JPG, PNG ফাইল আকারে করতে পারবেন।
আপনাকে আরো সহজ ভাবে বলতে গেলে স্ক্রিন শট হলো- আমরা এই ওয়েবসাইটে কিছু ছবি যুক্ত করেছি। আসলে সে গুলোই স্ক্রিন শট নেওয়া ছবি। কোন ছবি প্রয়োজন মতো কেনে নিয়ে কোন কাজে লাগানোকে স্ক্রিন শট বলে।
আমরা যে, কম্পিউটার গুলো ব্যবহার করি, সেগুলোর সাথে অবশ্যই একটি কীবোর্ড যুক্ত করা থাকে।
আপনি যদি ইউনডোজ কম্পিউটার ব্যবহার করেন। তাহলে কিবোর্ড ব্যবহার করে আপনি যে কোন ফাইল কম্পিউটার স্ক্রিন শট নিতে পারবেন।
আপনি ইউনডোজ ভিত্তিক কম্পিউটার স্ক্রিন শট নিতে পারবেন ইউনডোজ 7, 8, 10 গুলোতে। এখন উক্ত আলোচনা অনুসরণ করে। আপনার প্রশ্ন হতে পারে যে, কিভাবে কম্পিউটার স্ক্রিন শট নিতে হয়।
বন্ধুরা চিন্তার কোন কারণ নেই। আমি এখানে আপনাকে সহজ ৩ টি স্ক্রিন শট নেওয়ার উপায় বলব।
আপনি যদি Windows ভিত্তিক কম্পিউটার স্ক্রিন শট নিতে চান তাহলে Keyboard থেকে Windows+PrtScn-SysRq বাটনে এক সাথে চাপ দিলেই আপনার কম্পিউটার স্ক্রিনে যা থাকবে তাই স্ক্রিন শট হয়ে যাবে।
নিচে দেওয়া ছবিটি দেখুন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন।
কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিবেন ? (সহজ ৩ টি উপায়)
আমরা এখানে আপনাকে জানাতে যাচ্ছি কম্পিউটারে স্ক্রিন শট নেওয়ার ৩ টি সহজ উপায় নিয়ে। আমাদের লেখা গুলো যদি অনুসরণ করেন। তাহলে আপনি দ্রুত ভাবে কম্পিউটার স্ক্রিন শট নিতে পারবেন।
See more:
- টাকা আয় করার apps : কোন apps দিয়ে টাকা আয় করা যায়
- গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড
যে ৩ টি মাধ্যমে আপনি কম্পিউটারে স্ক্রিন শট নিবেনঃ
- Snipping Tools কম্পিউটার স্ক্রিন শট
- Short Cut Key কম্পিউটার স্ক্রিন শট
- Skitch কম্পিউটার স্ক্রিন শট
উপরে তিনটি স্ক্রিনশট প্লাটফর্ম ব্যবহার করে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়ােই কম্পিউটার স্ক্রিন শট নিতে পারবেন। এ গুলোর বিষয়ে বিস্তারিত জানতে নিচের ধাপ গুলো দেখুন।
১। Snipping Tools | এর মাধ্যমে কম্পিউটারে স্ক্রিন শট
যারা এখন কার সময়ে কম্পিউটার এবং ল্যাপটপ গুলোতে Windows 7, 8, 10 ব্যবহার করেন। তারা তাদের Start Manu তে ক্লিক করে Snipping Tools সফটওয়্যার ব্যবহার করে ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারেন।
আপনি যদি কম্পিউটার চালু করার পরে Start Manu তে প্রবেশ করে Snipping tools না খুজে পান তবে সেখানে সার্চ অপশনে ক্লিক করে। খোঁজে নিতে পারবেন।
নিচের ছবিটি দেখুনঃ
২। Short Cut Key | এর মাধ্যমে কম্পিউটার স্ক্রিন শট
আপনি যদি কীবোর্ড এর মাধ্যমে কম্পিউটার স্ক্রিন শট নিতে চান। তাহরে Short Cut Key ব্যবহার করে নিতে পারবেন।
আপনি যদি Windows 10 ইউজ করেন। তাহলে আপনি কিবোর্ড এর সাহায্যে স্ক্রিন শট নিতে পারবেন।
আপনি কিবোর্ড দিয়ে কম্পিউটার স্ক্রিন শট নিতে Windows+G এক সাথে চাপ দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন।
নিচের ছবিটি দেখুনঃ
৩। Skitch | এর মাধ্যমে কম্পিউটার স্ক্রিন শট
উক্ত আলোচনায় আমি দুইটি স্ক্রিন শট নেওয়ার সহজ উপায় দেখিয়েছি। এখন আমি শেষ একট স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। সেই সফটওয়্যার এর নাম হলো- Skitch.
আপনি এই সফটওয়্যার কম্পিউটারে ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনশট নেওয়া ছাড়াও আরও গ্রাফিক্স ডিজাইন, এডিটিং করার সুযোগ পাবেন।
আমরা নিচের অংশে সফটওয়্যারটি ডাউনলোড করার একটি লিংক প্রস্তুত করে দিয়েছি। সেখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।
নিচে দেওয়া ছবিটি দেখুনঃ
সফটওয়্যার টি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Skitch
আরও দেখুনঃ
আমাদের শেষ কথাঃ
আমাদের এই নিবন্ধে আপনাদের সাথে আলোচনা করা হলো- কম্পিউটারে স্ক্রিন শট কিভাবে নিবেন ? সহজ ৩ টি উপায়।
আপনি যদি কম্পিউটার স্ক্রিন শট নিতে চান তবে আমাদের দেওয়া মাধ্যম গুলো ব্যবহার করে আজ থেকেই স্ক্রিনশট নিতে পারবেন।
আমাদের এই সাইট থেকে আরও টিপস এন্ড ট্রিক্স জানতে নিয়েমিত ভিজিট করুন ধন্যবাদ।