কমিউনিটি ক্লিনিকে এসএসসি পাশে নিয়োাগ বিজ্ঞপ্তি ২০২০
TAREK JAMAN
January 2, 2020
Career, Jobs
27 Views
এসএসসি পাশে ১৮ হাজার পদে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রকাশ করছে। বিস্তারিত দেখুন এখানে…..
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরাধীন এইচপিএনএসপি অন্তর্ভুক্ত কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় অনুমোদিত কাজের বিনিময়ে প্রণোদনভাতা প্রদান ভিত্তিক সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে সিবিএইচসি অপারেশনাল প্লানের (জানুয়ারি ২০১৭- জুন ২০২০) মেয়াদকালীন িএক বছরের জন্য ২য় পর্যায়ে ২৬ টি জেলার ৮৭ টি (নাম নিম্নে বর্ণিত ইমেজে) উপজেলায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য পাঁচ থেকে সাত জন করে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। আমাদের Education and Jobs পেজে আপডেট সরকারী বেসরকারী চাকুরীর খবর ও স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, ভর্তি, রুটিন, ফরম পূরণ বিজ্ঞপ্তি পেতে সাখেই থাকুন।
আবেদনের শেষ তারিখঃ ১২ জানুয়ারি ২০২০ রাত ১২ টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ।
আবেদনকারীর বয়সসীমাঃ ১৮ থেকে ৪৫ বছর।
আবেদন করার শর্তাবলীঃ
*আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকাটি আপনার নিকটস্থ কমিউনিটি ক্লিনিক তা আপনার নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে জেনে নিন। (আপনিও পেতে পারেন আকর্ষণী এই চাকুরী) মানুষের সেবা করতে আজই আবেদন করুন কমিউনিটি ক্লিনিক এ। আমার পেজে সাথে থেকে নতুন নতুন আডেট খবর পড়ুন সব সময়।
*জাতীয় পরিচয়পত্র নম্বর / জন্ম নিবন্ধন নম্বর
*১১ ডিজিটের মোবাইল নম্বর
*সদ্য তোলা রঙ্গিন ছবি (সাইজ ৩০০x৩০০ পিক্সেল , জেপিইজি ফরমেট) এবং ১০০ কেবি ।
*স্বাক্ষর এর স্ক্যান কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড, সাইজ ২৫০x১৫০ পিক্সেল, জেপিজি ফরমেট) এবং ১০০ কেবি ।
*আবেদনপত্র প্রিন্ট করার ব্যবস্থা ।
নিচে বিস্তারিত দেওয়া হলো ইমেজ আকারে তবে ইমেজের সাইট ছোট আপনার ভালো ভাবে দেখার জন্য বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। (নিচে ডাউনলোড লিংক এ ক্লিক করুন)।
আপডেট চাকুরীর খবর পেতে