ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রোস্টি বোর্ডের অধীনে ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদ গুলোতে মহিলা ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে শূন্য স্থায়ী পদে লোক নিয়োগর লক্ষ্যে বাংলদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ডাকযোগে দরখাস্ত আহ্বান করা হলো। আপনার যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারবেন। ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে চাকরি বিজ্ঞপ্তি ছাড়াও এই এক পেজে পাবেন সরকারী বেসরকারী চাকরির খবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ পেতে আমার
www.eduandjobs.com পেজটি ভিজির্ট করুন।
আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২০ খ্রিঃ
১। পদের নামঃ মেডিকেল অফিসার
বেতনঃ ২২০০/- টাকা থেকে ৫৩০৬০/- টাকা।
বয়সঃ অনুধ্ব ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রি।
অভিজ্ঞতাঃ প্রার্থীকে এক বছরের ইন্টার্নশীপ সম্পন্ন এবং BMDC এর রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
২। পদের নামঃ ইমাম
বেতনঃ ১৬০০০/- টাকা থেকে ৩৮৬৪০/- টাকা।
বয়সঃ অনুধ্ব ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ কামিল পাসসহ কোন অনুমোদিত মাদ্রাসা হতে কারীয়ানা পাস।
৩। পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার)
বেতনঃ ১৬০০০/০ টাকা থেকে ৩৮৬৪০/- টাকা।
বয়সঃ অনুধ্ব ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ০৪ (চার) বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী এবং বাংলাদেশের নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
প্রার্থীর শর্তাবলী
১। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি ও সমমানের সার্টিফিকেটের ভিত্তিতে ৩০-০৪-২০২০ তারিখ পর্যন্ত বিবেচনা করা হবে।
২। বেপজা কর্তৃক নির্ধারিত চাকুরীর আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা বেপজার ওয়েবসাইট
www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
৩। আবেদনপত্রের সাথে যে কোন তফসিল ব্যাংক হতে IEPZ-MCTB পাকশী, ঈশ্বরদী, পাবনা এর অনুকুলে ৫০০/- (পাঁচ শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
৪। দরখাস্তের খামের উপর প্রার্থিত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
৫। দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র/প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত দরিলাদি দাখিল করতে হবেঃ
(ক) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
(খ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
(গ) চারিত্রিক সনদপত্র।
(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার/পৌরসভার চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র।
(ঙ) জাতীয় পরিচয়পত্রের কপি।
(চ) অভিজ্ঞতার সনদপত্র। (যদি থাকে)
আবেদন পাঠানোর নিয়মঃ ডাকযোগে সদস্য সচিব, ঈশ্বরদী ইপিটজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, ঈশ্বরদী ইপিজেড, পাকশী, পাবনা বরাবরে অফিস চলাকারীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে নিচে বিজ্ঞপ্তিতে দেখুন….
ডাউনলোড করুন ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
সবার আগে আপডেট চাকুরীর খবর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নোটিশ পেতে এখানে ক্লিক করুন…