আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Akij Group Job Circular 2023

আকিজ গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকিজ বেকার্স লিমিটেড আকিজ গ্রুপের নতুন একটি অঙ্গ প্রতিষ্ঠান। 

এটি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ এবং সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত FMCG কোম্পানী যা দেশের অটোমেটিক বেকারি ইন্ডাস্ট্রিতে সুদৃঢ় প্রত্যয় নিয়ে প্যাকেটজাত বিস্কুট ও কুকিজ, ওয়েফার, কেক, ব্রেড ও বান সহ আরো বিভিন্ন বেকারি খাদ্যসামগ্রী নিয়ে অতি শীঘ্রই দেশীয় বাজারে কার্যক্রম শুরু করতে  যাচ্ছে।

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Akij Group Job Circular 2022

আজি বেকার্স লিমিটেডে এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার (এসও) নিয়োগ করা হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। 

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শেষ তারিখ- 14/11/2022

পদের নামঃ 

১. ব্যবস্থাপক হিসাব।

২. ব্যবস্থাপক ক্রয়।

৩. সহকারী ব্যবস্থাপক ক্রয়।

৪. শিক্ষানবিশ সহকারী ব্যবস্থাপক বিপণন।

৫. শিক্ষাবিশ এরিয়া ম্যানেজার।

৬. হিসাবরক্ষণ কর্মকর্তা।

৭. ক্রয় কর্মকর্তা।

৮. উৎপাদন কর্মকর্তা।

৯. রিকনসাইল অফিসার আইট

১০. শেট সুপারভাইজার।

১১. শীট লেখক। 

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এ নতুন নিয়োগ ২০২১ ডাউনলোড করুন

অভিজ্ঞতাঃ এফএমসিজি ভোগ্যপণ্য- বিস্কুট, কেক ওয়েফার, ব্রেড, জুস, কোমল পানীয়, দুন্ধজাাত পণ্য, চিপস্, টয়লেট্রিজ ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইন্টারভিউ-এ যা লাগবেঃ

আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গি ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ ফটোকপি, অভিজ্ঞতার প্রমানপত্র, ভোটার আইডি কার্ড এর ফটোকপি।

ইন্টারভিউ-এ উপস্থিতির সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তঃ

স্থান ১ ঃ এনজিও ফোরাম, বেতগারি, বনানী, বগুড়া-৫৮০০। তারিখঃ ১২/১০/২০২০ (সোমবার)

স্থান ২ ঃ এনজিও ফোরাম, রিজিওনাল অফিস আর. কে, রোড, রংপুর। তারিখঃ ১৩/১০/২০২০ (মঙ্গলবার)

স্থান ৩ ঃ ১৩/১/ক, পান্থপথ, ঢাকা। (বসুন্ধরা সিটি মার্কেটের পশ্চিম পাশে আকিজ অফিস), তারিখঃ ১৬/১০/২০২০ (শুক্রবার)ৎ

স্থান ৪ ঃ সিমবওসিস ফ্রেন্ডশিপ টাওয়ার, ২ মিশন রোড, ময়মনসিংহ। তারিখঃ ১৮/১০/২০২০ (রবিবার)ৎ

স্থান ৫ ঃ হোটেল গোল্ডেন ইন ইন্টা, স্টেশন রোড, বিআরটিসি মোড়, চট্টগ্রাম। তারিখঃ ১৮/১০/২০২০ (রবিবার)

স্থান ৬ ঃ হোটেল ফারমিস গার্ডেন, মীরের ময়দান, সিলেট। তারিখঃ ২০/১০/২০২০ (মঙ্গলবার)

স্থান ৭ ঃ ক্যাপসিকাম রেস্টেুরেন্ট, হিলটোন টাওয়ার, রাজগঞ্জ, কুমিল্লা। তারিখঃ ২০/১০/২০২০ (মঙ্গলবার)

স্থান ৮ ঃ প্রগতি আদর্শ মাদ্রাসা, সেক্টর ৭, বি/৯, খাজুরা বাসস্ট্যান্ড, নিউ মার্কেট, যশোর। তারিখঃ ২৩/১০/২০২০ (শুক্রবার)

স্থান ৯ ঃ ২৬৮, করিম কুটির ভবন-২, (হাতেম আলি কলেজ সংলগ্ন), নবগ্রাম রোড, বরিশাল সদর, বরিশাল। তারিখঃ ২৫/১০/২০২০ (রবিবার)

বিস্তারিত জানতে নিচের ইমেজ ফাইলে দেখুন……

Apply Now

ডাউনলোড করুন আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 



নতুন চাকরির খবর পড়ুন এই পেজে… ধন্যবাদ

About TAREK JAMAN

Check Also

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Sherpur PBS Job Circular 2023 শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ নিম্নে বর্ণিত শূন্য পদে স্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *